For Quick Alerts
For Daily Alerts
আমেরিকায় ফের বন্দুকবাজের হামলা, ক্যালিফোর্নিয়ায় নিহত ৩
মার্কিন মুলুকে ফের বন্দুকবাজের হামলায় প্রাণ গেল অন্তত তিনজনের। নিহত হয়েছেন অন্তত চারজন। ঘটনাটি ঘটেছে ক্যালিফোর্নিয়ার টরেন্স এলাকায়।

স্থানীয় পুলিশ টুইট করে জানিয়েছে, গুলি চালনার ঘটনায় গ্যাবেল হাউস বল-এ অনেকে হতাহত হয়েছেন। স্থানীয়দের এই এলাকা থেকে দূরে থাকতে বলা হয়েছে।
এটি একটি বোলিং খেলার কাফে। সেখানেই হামলা হয়েছে। পুলিশ গাড়ি নিয়ে এসে রাস্তা আটকে দিয়েছে। কাউকে কাছাকাছি ঘেঁষতে দেওয়া হচ্ছে না।
নিহত তিনজনই পুরুষ। আহত সকলেও পুরুষ। এদের মধ্যে দুজনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকা লস অ্যাঞ্জেলস থেকে ৩২ কিলোমিটার দূরে অবস্থিত। আমেরিকার একটি উপকূলবর্তী শহর এই টরেন্স। হামলা পর সেখানে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে।