For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তপ্ত আফগানিস্তানে ফের বিস্ফোরণে দুই তালিবানি সহ ৩ জনের মৃত্যু, আহত বহু

আফগানিস্তানের জালালাবাদে একাধিক বিস্ফোরণে তালিবানি কর্তা সহ তিন জনের মৃত্যু হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

ফের একাধিক বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তান। ঘটনায় দুই তালিবানি সহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণে আহত হওয়া ২০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই নাশকতার পিছনে রয়েছে কারা বা কোন সংগঠন, তা এখনও জানা যায়নি। অন্যদিকে কাবুলে অন্য একটি বিস্ফোরণে দুই স্থানীয় নাগরিক গুরুতর আহত হয়েছেন বলে এক রিপোর্টে দাবি করা হয়েছে।

উত্তপ্ত আফগানিস্তানে ফের বিস্ফোরণে দুই তালিবানি সহ ৩ জনের মৃত্যু, আহত বহু

রিপোর্ট অনুযায়ী, তালিবানি যোদ্ধাদের একটি গাড়ি আফগানিস্তানের নানগারহার প্রদেশের জালালাবাদের পিডি সিক্সের ওপর দিয়ে যাচ্ছিল। আচমকাই ওই গাড়িতে বিস্ফোরণ ঘটে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে চতুর্দিক। ঘটনাস্থলেই তিন জনের মৃত্যু হয় বলে জানানো হয়েছে। তাদের মধ্যে দুই জন তালিবানি ও একজন সাধারণ নাগরিক বলে খবর পাওয়া গিয়েছে। বিস্ফোরণে আহত হওয়া ২০ জনের মধ্যে অধিকাংশই স্থানীয় বাসিন্দা বলে জানানো হয়েছে।

স্থানীয়দের বক্তব্য, তালিবানিদের গাড়ি আসবে জেনেই রাস্তায় মাইন বিছিয়ে রেখেছিল কেউ বা কারা। তার ওপর গাড়ির চাকা উঠতেই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের কম্পন ও তীব্রতায় আশাপাশের বেশ কয়েকটি বাড়িতে চিড় ও ফাটল ধরেছে। এখনও পর্যন্ত কোনও সংগঠন এই নাশকতার দায় না নিলেও এ কাজ যে তালিবান বিরোধী শক্তিগুলির, তা ভালই বোঝা যাচ্ছে। ঘটনা পরম্পরা কোন দিকে গড়ায়, সেদিকে তাকিয়ে থাকবে বিশ্ব।

একই দিনে আফগানিস্তানের রাজধানী কাবুল মাঝারি মানের এক বিস্ফোরণকে ঘিরে আতঙ্ক তৈরি হয়েছে। ঘটনায় দুই জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। তাঁদের পরিচয় জানা যায়নি। ঘটনার পিছনে রয়েছে কারা, তাদের অভিসন্ধিই বা কি, তা এখনও বোঝা যাচ্ছে না।

বিস্ফোরণ দুটি ঘটল এমন এক সময়, যথন গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে আফগানিস্তানের দিকে। প্রায় দুই দশকেরও বেশি সময় সময় পর আফগানিস্তানে ফের ক্ষমতা দখল করেছে তাালিবান। কেমন চলবে সে দেশের নতুন সরকার, কারা চালাবে, তা নিয়ে চাপানউতোর চলছে। ইতিমধ্যে কাবুল বিমাবন্দরের বাইরে শক্তিশালী বিস্ফোরণে বহু মানুষের মৃত্যু হয়েছে। তালিবানি শিবিরে তছনছ করার লক্ষ্যে সাধারণ মানুষের ওপর মার্কিন ড্রোনের হামলা ১০ জনের জীবন কেড়ে নিয়েছে। ঘটনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন। ওই হামলায় মিস্টার আহমাদি নামের এক স্বেচ্ছাসেবী সংস্থায় কর্মরত ব্যক্তিরও মৃত্যু হয়েছে বলে খবর।

English summary
3 among Taliban officials killed and 20 others injured by multiple explosion in Jalalabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X