২০২০ সূর্য ও চন্দ্রগ্রহণ: জুন থেকে জুলাই জুড়ে একাধিক মহাজাগতিক ঘটনা
গ্রহণকে ঘিরে বহুকাল থেকেই অনেক পৌরাণিক কাহিনি প্রচলিত রয়েছে। শুধু ভারত নয়, বিশ্বের বিভিন্ন প্রান্তে গ্রহণ ঘিরে রয়েছে একাধিক ধর্মীয় ও সংস্কৃতিগত 'বিশ্বাস'। আমেরিকা থেকে শুরু করে আফ্রিকা বিশ্বের সর্বত্রই সূর্যগ্রহণ নিয়ে রয়েছে নানা পৌরাণিক কাহিনি। সেই সমস্ত পৌরাণিক বিশ্বাস ও ঘটনাকে সঙ্গে নিয়ে এবার জুন ও জুলাই মাস জুড়ে একের পর এক মহাজাগতিক দৃশ্য দেখতে চলেছে বিশ্ব।

৫ জুন চন্দ্রগ্রহণ
জানুয়ারি মাসের পর ৫ জুন দ্বিতীয়বার চন্দ্রগ্রহণ সংগঠিত হবে। সেদিন রাত ১১ টা ১৫ মিনিটে এই গ্রহণ শুরু হবে। শেষ হবে ৬ জুন ২ :৩৪ মিনিটে। ভারত ছাড়াও ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিশেষ কিছু এলাকা, ও অস্ট্রেলিয়া থেকে দেখা যাবে।

কোথা থেকে দেখা যাবে ?
আগামী ৫ ও ৬ জুনের এই মহাজাগতিক ঘটনা এশিয়া থেকে দেখা যাবে। জানা গিয়েছে, এই গ্রহণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, মধ্য ও দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দেখা যাবে। এছাড়াও দক্ষিণ আমেরিকার পূর্ব উপকূলে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে।

জুন ২১ গ্রহণ
সূর্যগ্রহণ এরপর আসন্ন ২১ জুন। ২১ জুন যোগদিবসের দিন এই গ্রহণ আসতে চলেছে। ওই দিন সকাল ৯:১৫ মিনিট থেকে দুপুর ৩ টে নাগাদ রয়েছে গ্রহণের সময়কাল।

৫ জুলাই
এরপর জুলাই মাসের ৫ তারিখে রয়েছে চন্দ্রগ্রহণ। সেট ইওরোপ, উত্তর আফ্রিকা, পেসিফিস, আটলান্টিক, ভারত মহাসাগর সংলগ্ন বিভিন্ন এলাকায় এই গ্রহণ দেখা যাবে।

শ্রমিক মেরে শ্রমিক প্রেম! পরিযায়ীদের নিয়ে অমিত শাহকে পাল্টা আক্রমণ ফিরহাদের