For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১০ জানুয়ারির চন্দ্রগ্রহণ ছাড়াও ২০২০-তে কোন মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে! একনজরে তালিকা

১০ জানুয়ারির চন্দ্রগ্রহণ ছাড়াও ২০২০ সালে কোন মহাজাগতিক ঘটনা ঘটতে চলেছে! একনজরে তালিকা

  • |
Google Oneindia Bengali News

২০২০ সালের হাত ধরেই নতুন দশকের শুরু। বছরের প্রথমেই এ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হানাহানি ,রক্তপাতের খবর উঠে আসতে শুরু করেছে। অন্যদিকে, এই বিশ্ব ছাড়িয়ে বহু ক্রোশ দূরে মহাকাশ নিজের কালের নিয়মে রচনা করে চলেছে নিত্যনূতন মহাজাগতিক নানার ঘটনা। বহু নক্ষত্র, বহু গ্রহ, নীহারিকা, গ্রহাণুর সমবেত অঙ্কে মহাকাশ লিখে চলেছে এই রক্তপাতের দুনিয়ার বাইরের নিজস্ব জগতের কাহিনি। আর সেই মহাকাশই ২০২০ সালে এই বিশ্বের মানুষকে দেখবার সুযোগ করে দিচ্ছে বেশ কয়েকটি তাক লাগানো ঘটনা। একনজরে দেখে নেওয়া যাক, কোন কোন মহাজাগতিক ঘটনা ২০২০ সালে দেখা যাবে।

 'সুপার মুন'

'সুপার মুন'

২০২০ সালে একাধিক 'সুপার মুন' দেখা যেতে চলেছে। প্রসঙ্গত, যখন পূর্ণচন্দ্র নিজের স্বাভাবিক আয়তনের থেকে বেশি আকারের হয় , তখন তাকে 'সুপার মুন' বলা হয়। ২০২০ সালের মধ্যে ৯ ফেব্রুয়ারির পূর্ণচন্দ্র 'সুপার মুন' এর তকমা পেতে চলেছে। এবছরে, মার্চ মাসের ৯, এপ্রিল মাসের ৮, মে মাসের ৭ তারিখে দেখা যাবে সুপার মুন।

 মঙ্গলের সামনে দিয়ে চাঁদের অবস্থান

মঙ্গলের সামনে দিয়ে চাঁদের অবস্থান

ফেব্রুয়ারি মাসের ১৮ তারিখ মঙ্গলের সামনে দিয়ে সরে যাবে চাঁদ। এই ঘটনা গ্রহণের মতোই একটি বিরল মহাজাগতিক কাণ্ড হতে চলেছে।

চন্দ্রগ্রহণ

চন্দ্রগ্রহণ

এই বছরের তাক লাগানো চন্দ্রগ্রহণটি ঘটতে চলেছে ৪ জুলাই। সেদিন পূর্ণচন্দ্রের ঔজ্জ্বল্য অনেকটাই বেশি হবে। এরপর ২৯ নভেম্বর আরও একটি চন্দ্রগ্রহণ রয়েছে , যা নিঃসন্দেগে একটি বড় মহাজাগতিক ঘটনা।

ব্লুমুন

ব্লুমুন

২০২০ সালের ৩১ অক্চোবর সংগঠিত হবে ব্লু মুন। দুটি পূর্ণচন্দ্রোদয়ের মাঝ এই পূর্ণচন্দ্রটি পড়ছে বলে এটিকে বলা হয় ব্লু মুন। এরপর ২০৩৯ সালে দেখা যাবে পরের ব্লু মুন।

 সূর্যগ্রহণ

সূর্যগ্রহণ

'রিং অফ ফায়ার' দিয়ে দশকের শেষ সূর্যগ্রহণ সম্পন্ন হয়েছে। সেরকমই মহাজাগতিক কাণ্ড ২০২০ সালেও দেখা যাবে। ২১ জুনের সূর্যগ্রহণ ২০২০ সালের অন্যতম তাক লাগানো মহাজাগতিক ঘটনা বলে বিবেচিত হতে পারে। এরপর ১৪ ডিসেম্বর হতে চলেছে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।

English summary
2020 has plenty of stuff in store for stargazer who loves being awestruck. As 2020 begins, a bright Venus will rise even higher in the night sky, and as it does, it will form a beautiful close pair with the crescent moon, star clusters, and planets.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X