For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গার্লফ্রেন্ডের বাবা-মায়ের মুণ্ডচ্ছেদন ছিল লক্ষ্য! লন্ডনের জঙ্গি আম্মানকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য

  • |
Google Oneindia Bengali News

লন্ডন পুলিশ জানিয়ে দিয়েছে দক্ষিণ লন্ডনে সুদেশ আম্মান নামের যে ২০ বছরের যুবককে গুলি করেছে পুলিশ, তার নেপথ্যে রয়েছে সন্ত্রাসের অভিযোগ। দক্ষিণ লন্ডনে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে সুদেশের। তার মৃত্যুর সঙ্গে সঙ্গেই হাড়হিম করা জঙ্গি যোগ উঠে আসতে শুরু করেছে। জানা গিয়েছে, ২০ বছরের আম্মানের সন্ত্রাসী কার্যকলাপ ঘিরে যে সমস্ত তথ্য উঠে এসেছে তা হাড়হিম করতে বাধ্য!

 নজরদারিতে নিযুক্ত গোয়েন্দা খুন ও আম্মানের এনকাউন্টার!

নজরদারিতে নিযুক্ত গোয়েন্দা খুন ও আম্মানের এনকাউন্টার!


দক্ষিণ লন্ডনের আম্মানের কার্যকলাপের ওপর বহুদিন ধরেই নজর ছিল ব্রিটিশ গোয়েন্দাদের। আর এই নজরদারি চালাতে সাদা পোশাকের একাধিক গোয়েন্দা মোতায়েন করা হয়েছিল লন্ডন জুড়ে। আর সেই নজরদারি চালানোর সময়ই আম্মানের সন্জেহ হতেই দুই গোয়েন্দাকে নিমেষে ছুরির কোপ বসায় সে । এরপরই পুলিশের গুলিতে মৃত্যু হয় সুদেশ আম্মানের।

আম্মানের ল্যাপটপ কী বলছে?

আম্মানের ল্যাপটপ কী বলছে?


ধৃত আম্মানের ল্যাপটপ ব্রিটিশ পুলিশ যাচাই করতেই দেখতে পায় যে , তাতে সন্ত্রাস ও নাশকতা মূলক একাধিক সরঞ্জাম রয়েছে। রয়েছে বম্ব বানানো সম্পর্কে তথ্য। কিভাবে সন্ত্রাসী হামলা চালাতে হয় , সেই সম্পর্কেও রয়েছে তথ্য।

গার্লফ্রেন্ড যাতে তাঁর বাবা-মাকে খুন করেন , সেবিষয়ে চেষ্টা!

গার্লফ্রেন্ড যাতে তাঁর বাবা-মাকে খুন করেন , সেবিষয়ে চেষ্টা!

আম্মানের নথি ও ল্যাপটপ ঘেঁটে পুলিশ জানতে পেরেছে যে ইয়াজিদি মহিলাদের সে 'দাস' হিসাবে মনে করত। পাশাপাশি, সে দাবি করেছে যে মহিলাদের ধর্ষণ যুক্তিযুক্ত। এমনকি নিজের গার্লফ্রেন্ডে যাতে তাঁর বাবা-মাকে নিজের হাতে মুন্ডচ্ছেদ করে দেন সেই চেষ্টাও বার বার করে গিয়েছে আম্মান। এই সমস্ত তথ্যে পুলিশ মনে করছে মৃত আম্মান উগ্রবাদী ভাবনাচিন্তার আঁতুর ঘর ছিল।

English summary
20-year-old london attacker wanted girlfriend to behead her parents.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X