For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অস্ট্রেলিয়ার স্যাটেলাইটে ধরা পড়া বস্তু দুটি জট খুলতে পারে এমএইচ৩৭০ বিমানরহস্যের

Google Oneindia Bengali News

ভারত সাগরে পাওয়া বস্তু দুটি জট খুলতে পারে এমএইচ৩৭০ বিমানরহস্যের
সিডনি/কুয়ালালামপুর, ২০ মার্চ : ১২ দিন কেটে যাওয়ার পর অস্ট্রেলিয়ার স্যাটেলাইটে ধরা পড়ল দুটি অস্পষ্ট বস্তু। যা এমএইচ৩৭০-এর অংশ হতে পারে বলে অনুমান। আর এই তথ্য় ঘিরেই নিখোঁজ বিমানের রহস্য উন্মোচন হতে পারে বলে মনে করা হচ্ছে।

অস্ট্রেলিয়ান মেরিটাইম সেফটি অথোরিটি (AMSA) থেকে জানানো হচ্ছে, প্রায় ২৪ মিটার একটি বস্তু ছবিতে ধরা পড়েছে দক্ষিণ ভারত মহাসাগরের উপর। যা পার্থের দক্ষিণপশ্চিম থেকে ২৫০০ কিলোমিটার দূরে। তার সঙ্গে আরও একটি তুলনামূলক ছোট বস্তু রয়েছে। দক্ষিণ ভারত মহাসাগরের এমন জায়গায় ধ্বংসাবশেষ দেখা গেছে যেখানে তল্লাসি চালানো খুব সময়সাপেক্ষ।

মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী জানিয়েছেন, এই তথ্য বশ্য়ই তদন্তে অনেকটা এগিয়ে নিয়ে যাবে। যদিও অস্ট্রেলিয়া থেকে বা মালয়েশিয়ার তরফে সরকারিভাবে কিছু নিশ্চিত করে বলা হয়নি। পুরোটাই অনুমান বলেই ধরা হচ্ছে।

সামরিক বিমান রওনা হলেও এখনই কোনও খোঁজ পাওয়ার সম্ভাবনা বেশ ক্ষীণ : অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী টনি অ্যাবট সরকারিভাবে এই বস্তু দুটির খুঁজে পাওয়ার খবরটি জানিয়েছেন। যদিও তিনি এও বলেছেন,বিশেষজ্ঞরা তদন্ত করে দেখছেন স্যাটেলাইটে আসা ওই অসনাক্ত বস্তুর ছবি। তবে আমাদের মাথায় রাখা দরকার সঠিক জায়গাটিকে সনাক্ত করা দুঃসাধ্য। আর এটা যে MH370 বিমানের ধ্বংসাবশেষ হবে তাও সঠিকভাবে বলা যাচ্ছে না।

অ্যাবট জানিয়েছেন, নিঃসন্দেহে এই 'লিড' এতদিনের মধ্য়ে সবচেয়ে বড় বলেই মনে করা হচ্ছে। জন্য অসন্ধানকার্য চালানোর জন্য গত সপ্তাহে অস্ট্রেলিয়া ৪টি বিমান ও ২টি জাহাজ পাঠানো হয়েছে। ঘটনাস্থলের দিকে ইতিমধ্যেই সেনাবাহিনীর একটি বিমান রওনা হয়েছে। আরও তিনটি বিমান সেখানে পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অ্যাবট।

গত ৮ মার্চ ২৩৯ জন যাত্রী নিয়ে মাঝ আকাশ থেকে নিখোঁজ হয়ে যায় এম এইচ ৩৭০। এর পর থেকে গত বারো দিন ধরে ২৬টি দেশ খুঁজে চলেছে হারানো বিমান। খতিয়ে দেখা হচ্ছে সব রকম সম্ভাবনাই। এরই মধ্যে বুধবার থেকে দক্ষিণ ভারত মহাসাগরে শুরু হয় তল্লাশি। এর পরই উপগ্রহ চিত্র দেখে বিমানের সম্ভাব্য ধ্বংসাবশেষের খোঁজ পায় অস্ট্রেলিয়া। সেই তথ্য মালয়েশিয়াকে জানিয়েও দেওয়া হয়েছে বলেও অস্ট্রেলিয়ার তরফে জানানো হয়েছে।

English summary
Two objects in Indian Ocean raise hope for solving Malaysian jet MH370 mystery
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X