For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চুরি হয়েছে ২ লক্ষ ফেসবুক-গুগল-টুইটার পাসওয়ার্ড, সংকটে ইন্টারনেট নিরাপত্তা

Google Oneindia Bengali News

চুরি হয়েছে ২ লক্ষ ফেসবুক-গুগল-টুইটার পাসওয়ার্ড, সংকটে ইন্টারনেট নিরাপত্তা
বস্টন, ৫ ডিসেম্বর : ফেসবুক, গুগল, ইয়াহু, টুইট্যার। এই ওয়েবসাইটগুলোর অ্যাকাউন্ট হোল্ডারদের মধ্যে আপনিও কী একজন? সহজে মনে রাখার জন্য সরল পাসওয়ার্ড? একাধিক অ্যাকাউন্টের জন্য একটাই পাসওয়ার্ড? প্রশ্নগুলির উত্তর হ্যাঁ হলে এখনই সাবধান হোন।

সোস্যাল মিডিয়ায় পাসওয়ার্ড হ্যাক করা নতুন কোনও কথা নয়। কিন্তু এখনও পর্যন্ত ২ লক্ষ অ্যাকাউন্ট পাসওয়ার্ড হ্যাক বা চুরি হয়েছে এ তথ্যটা জানা আছে কী? অনলাইন নিরাপত্তা বিশেষজ্ঞরা জানাচ্ছেন, চুরি হওয়া পাসওয়ার্ডের অধিকাংশ ক্ষেত্রেই দেখা গিয়েছে সহজ পাসওয়ার্ড ও একাধিক অ্যাকাউন্টে একটাই পাসওয়ার্ড ব্যবহার করা হয়েছে।

সহজ পাসওয়ার্ড ও একাধিক অ্যাকাউন্টে একটাই পাসওয়ার্ড ব্যবহারের ফলেই এই সংকট

'ট্রাস্টওয়েব'-এর স্পাইডার ল্যাব-এর সঙ্গে গবেষকরাও জানাচ্ছেন, নেদারল্যান্ডে একটি সারভারে তদন্ত করার সময় দেখা গিয়েছে সাইবার অপরাধীরা কম্পিউটারের একটা বড় নেটওয়ার্ককে নিয়ন্ত্রিত করে যাকে 'পনি বনেট' বলা হয়।

সংস্থাটি জানাচ্ছে, ৯০ হাজারের বেশি ওয়েবসাইট ও ইন্টারনেট পরিষেবা প্রদানকারী সংস্থা রয়েছে যাদের গ্রাহকের পরিচয় সারবারে খুঁজে পাওয়া যায়। এর মধ্যে, ৩,২৬,০০০ ফেসবুক অ্যাকাউন্ট,৬০,০০০ গুগল অ্যাকাউন্ট,প্রায় ৫৯,০০০ ইয়াহু অ্যাকাউন্ট এবং ২২,০০০ টুইট্যার অ্যাকাউন্ট রয়েছে। তবে মূলত মার্কিন, জার্মানি, সিঙ্গাপুর এবং থাইল্যান্ড থেকে তৈরি হওয়া অ্যাকাউন্টগুলোই মূলত এ শিকার হচ্ছে।

যেই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড চুরি হয়েছে ফেসবুক ও টুইটার থেকে সেইসময় পাসওয়াগুলি নতুন করে তৈরি করে দেওয়া হয়েছে।

বিশেষজ্ঞদের মতে স্পাইডার ল্যাব তদন্তে নেমে দেখেছে পাসওয়ার্ড তৈরির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় হল '১২৩৪৫৬' ধরণের সহজ পাসওয়ার্ড। চুরি হওয়া পাসওয়ার্ডগুলির মধ্যে প্রায় ১৬ হাজার অ্যাকাউন্টে এই ধরণের পাসওয়ার্ড ব্য়বহার করা হয়েছে। অন্য সাধারণত ব্যবহৃত পাসওয়ার্ডগুলি হল 'পাসওয়ার্ড','অ্য়াডমিন','১২৩','১' প্রভৃতি। এই ধরণের সহজ পাসওয়ার্ড ব্যবহার করার জন্যই এগুলো সহজে ক্র্যাক করাও সোজা হয় বলে জানিয়েছেন ইন্টারনেট নিরাপত্তা বিশেষজ্ঞ গ্রাহাম ক্লুলি।

English summary
2 million Google, Facebook, Twitter passwords stolen
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X