For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এক ধমকে সোজা পাকিস্তান! আটক দুই ভারতীয় দূতাবাসের কর্মীকে নিয়ে কী করতে চলেছে আইএসআই

Google Oneindia Bengali News

পাকিস্তানে অবস্থিত ভারতের হাইকমিশনের দুই জন কর্মী নিখোঁজ বলে জানা যায় এদিন সকালে। এবিষয়ে নয়া দিল্লির তরফ থেকে পাকিস্তান সরকারের কাছে অভিযোগ করা হয়েছে। এরপরই পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে ভারত। এই মর্মে ভারতে নিযুক্ত পাকিস্তানের উপরাষ্ট্রদূত বিদেশমন্ত্রকে যান বলেও জানা গিয়েছে।

পাকিস্তানকে ধমক ভারতের

পাকিস্তানকে ধমক ভারতের

বিদেশমন্ত্রকের তরফে পাক উপ-রাষ্ট্রদূতকে কড়া ভাষায় পরিস্থিতি স্বাভাবিক করতে বলা হয় বলে জানা যায়। এরপরই ভারতের তরফে জানানো হয় যে দুই দূতাবাস কর্মী আইএসআই হেফাজতে আছেন। তাঁদেরকে শীঘ্রই মুক্তি দেবে পাকিস্তান।

চাপ সৃষ্টির কৌশল

চাপ সৃষ্টির কৌশল

অভিযোগ উঠেছে যে, গত কয়েকদিন ধরেই পাকিস্তানে থাকা বেশ কয়েকজন শীর্ষ ভারতীয় কূটনীতিককে চাপে রাখার চেষ্টা করা হচ্ছিল। তাঁদের উপর অতিরিক্ত নজরদারি করা হচ্ছে এই অভিযোগ পেয়ে ভারতের তরফ থেকে ইসলামাবাদকে ঘটনাটি জানিয়ে তার প্রতিবাদও করা হয়

অতিসক্রিয় আইএসআই

অতিসক্রিয় আইএসআই

কিছুদিন আগেই পাকিস্তানে কর্মরত ভারতীয় দূতাবাসের শীর্ষ আধিকারিক গৌরব আলুওয়ালিয়ার গাড়িটিকে আইএসআইয়ের তরফ থেকে ধাওয়া করা হয়েছিল বলেও অভিযোগ ওঠে। এক আইএসআই সদস্য নাকি বাইকে করে ওই আধিকারিকের গাড়িটি অনুসরণ করছিলেন।

গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লিতে গ্রেফতার হয় ২ পাকিস্তানি

গুপ্তচরবৃত্তির দায়ে দিল্লিতে গ্রেফতার হয় ২ পাকিস্তানি

প্রসঙ্গত, চলতি মাসের প্রথমেই গুপ্তচরবৃত্তির অভিযোগে দিল্লির পাকিস্তান দূতাবাসের দুই ভিসা অফিসারকে আটক করে দিল্লি পুলিশ। আবিদ হুসেন ও তাহির খান নামের সেই দুই ব্যক্তি পাকিস্তানের আইএসআই-এর হয়ে কাজ করেন বলে জানা যায়। এদেপ পাশাপাশি জাভেদ বলে আরও এখজনকে গ্রেফতার করা হয়েছিল।

English summary
2 high commission officials missing in Pakistan to be released by ISI after India summoned envoy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X