For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মহাশূন্যে পৃথিবীর দিকে ধেয়ে আসছে ২ দানবীয় গ্রহাণু! 'নাসা' র সতর্ক নজরদারি শুরু

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। মহাকাশ গবেষণা বলছে আগামীকালই দুই দানবীয় গ্রহাণু ধেয়ে আসতে চলেছে পৃথিবীর দিকে। মার্কিন মহাকাশ গবেষণাগার নাসা বিষয়টি নিয়ে কড়া নজর রেখে চলেছে।

  • |
Google Oneindia Bengali News

আর মাত্র ২৪ ঘণ্টার অপেক্ষা। মহাকাশ গবেষণা বলছে আগামীকালই দুই দানবীয় গ্রহাণু ধেয়ে আসতে চলেছে পৃথিবীর দিকে। মার্কিন মহাকাশ গবেষণাগার নাসা বিষয়টি নিয়ে কড়া নজর রেখে চলেছে। কোন পথে পৃথিবীর দিকে আসতে চলেছে দুটি গ্রহাণু , সেই কক্ষপথ ঘিরে তুঙ্গে কৌতূহল।

কোন কক্ষপথের মধ্যে দিয়ে আসছে গ্রহাণু?

কোন কক্ষপথের মধ্যে দিয়ে আসছে গ্রহাণু?

জানা গিয়েছে , ১৪৬ মিলিয়ন কিলোমিটার থেকে ১৯৪ মিলিয়ন কিলোমিটারের মধ্যের কোনও কক্ষপথ দিয়ে যাতায়াত করবে মহাকাশের ওই গ্রহাণুরা। এই হিসাব অনুযায়ী, পৃথিবীপৃষ্ঠের ৪৮ মিলিয়ন কিলোমিটার ওপরের কক্ষপথ দিয়ে এগিয়ে যাবে দুটি গ্রহাণু।

 ২০১৯ কিউএস গ্রহাণু

২০১৯ কিউএস গ্রহাণু

প্রথমবার 'গ্রহাণু ২০১৯ কিউএস' পৃথিবী পৃষ্ঠের কাছ দিয়ে যাবে। কার্যত পৃথিবীর দিকে ধেয়ে আসবে বলে জানা যায়। জানা গিয়েছে , এই গ্রহাণুর আকার ১০৮ ফুট চওড়া বলে জানা গিয়েছে। পৃথিবীর কাছে আসতেই এর গতিবেগ প্রতি ঘণ্টায় ৮০,০০০ কিলোমিটার হওয়ার সম্ভবনা রয়েছে।

 গ্রহাণু ২০১৯ ওইউওয়ান

গ্রহাণু ২০১৯ ওইউওয়ান

দ্বিতীয় গ্রহাণু '২০১৯ওইউওয়ান'ও একই সঙ্গে একই দিনে পৃথিবীর দিকে ধেয়ে আসতে চলেছে। 'গ্রহাণু ২০১৯ কিউএস' এর দ্বিগুণ আকার এই গ্রহাণুর। তবে, 'নাসা'র তরফে জানানো হয়েছে যে ক'টি গ্রহাণুর খবর এখনও পর্যন্ত পেয়েছে সংস্থা, তার কোনওটিই পৃথিবীর ওপর আছড়ে পড়ার সম্ভাবনা নেই আগামী ১০০ বছর।

English summary
2 Giant Asteroids To Pop Up Near Earth ,NASA keeps close eye , know details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X