For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তীর্থযাত্রী বোঝাই বাসে ট্রেনের ধাক্কায় পাকিস্তানে মৃত ১৯ শিখ ধর্মাবলম্বী, তদন্তের নির্দেশ ইমরানের

তীর্থযাত্রী বোঝাই বাসে ট্রেনের ধাক্কায় পাকিস্তানে মৃত ১৯ শিখ ধর্মাবলম্বী, তদন্তের নির্দেশ ইমরানের

  • |
Google Oneindia Bengali News

ভয়াবহ ট্রেন দুর্ঘটনা পাকিস্তানে। সূত্রের খবর, শুক্রবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ফারুকাবাদে প্রহরবিহীন রেলওয়ে ক্রসিং পেরোতে গিয়ে প্রাণ হারালেন ১৯ জন শিখ ধর্মাবলম্বী। গুরুতর জখম হয়েছেন আরও আটজন। সূত্রের খবর, জানা গিয়েছে, নানকানা সাহিব থেকে ৩০ জন শিখ তীর্থযাত্রীদের নিয়ে ফিরছিল একটি বাস।

তীর্থযাত্রী বোঝাই বাসে ট্রেনের ধাক্কায় পাকিস্তানে মৃত ১৯ শিখ ধর্মাবলম্বী, তদন্তের নির্দেশ ইমরানের

এদিন এই বাসটিকেই ফারুকবাদ রেলওয়ে স্টেশনের কাছে রক্ষীবিহীন ক্রসিংয়ে ধাক্কা মারে শাহ হুসেন এক্সপ্রেস। ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। বাকি চারজন প্রাণ হারান হাসপাতালে নিয়ে যাওয়ার পথে। এছাড়াও গুরুতর জখম হয়ে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও আটজন। রেল আধিকারিকরা জানিয়েছেন, ওই রেলওয়ে ক্রসিংয়ে গেট ছিল না। এমনকী কোনও প্রহরীও ছিল না। বাসচালক কোনোদিকে না দেখেই রেলওয়ে ক্রসিং পার হওয়ার চেষ্টা করাতেই দুর্ঘটনা ঘটে।

এদিকে গোটা ঘটনায় শোকপ্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাশাপাশি পুরো ঘটনার খোঁজ নিয়েছেন পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রশিদ। বসেছে তদন্ত কমিটিও। ইতিমধ্যেই এই ঘটনায় গাফিলতির অভিযোগ ডিভিশনাল ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করা হয়েছে বলে জানা যাচ্ছে। পাশাপাশি আহতদের চিকিত্সার সমস্ত খরচ সরকারের তরফে বহন করা হবে বলেও জানানো হয়েছে। এদিকে গতবছরও পাকিস্তানে তেজগাম রেল দুর্ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ৮৯ জন।

বিজেপির কোনও 'মুখ’ নেই! তৃণমূল ভেঙে একুশের প্রার্থী খুঁজতে তাই বাজাচ্ছে সকলকেইবিজেপির কোনও 'মুখ’ নেই! তৃণমূল ভেঙে একুশের প্রার্থী খুঁজতে তাই বাজাচ্ছে সকলকেই

English summary
19 sikhs killed in pakistan train collision with bus carrying pilgrims imran khan dirrects probe
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X