For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেক্সিকোয় বন্দুকবাজের হামলা, মৃত মেয়র সহ ১৮জন

Google Oneindia Bengali News

ফের মেক্সিকোতে হানা দিল বন্দুকবাজের দল। জানা গিয়েছে ওই বন্দুকবাজ এলোপাথারই গুলি চালায়। ঘটনায় ১৮ জন মারা গিয়েছে। এর মধ্যে রয়েছে মেয়রও। ঘটনাটি ঘটেছে সান মিগুয়েলের টোটোলাপান সিটি হলে।

বন্দুকবাজের দল

বন্দুকবাজের দল

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ঘটনাটি মূলত ঘটে বুধবার সন্ধ্যাবেলায়। এতেই মারা যান মেয়র সহ মোট ১৮ জন। সরকারি সূত্রে এখনও জানানো হয়নি যে ঠিক কত জনের মৃত্যু হয়েছে তবে স্থানীয় সংবাদ মাধ্যম এবং প্রতক্ষ্যদর্শীদের সূত্রে জানা গিয়েছে ১৮টি মৃত দেহ মিলেছে। সেগুলি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

 মৃত মেয়র

মৃত মেয়র

মৃতদের মধ্যে রয়েছেন মেয়র কনরাডো মেনডোজা। তাঁরা বাবা ছিলেন হুয়ান মেনডোজা। তিনিও মেয়র ছিলেন। তিনিও হামলায় মারা গিয়েছেন বলে খবর মিলেছে। গুলিতে নিহত হয়েছে সাতজন মিউনিসিপ্যাল পুলিশ। জানা গিয়েছে বন্দুকবাজের যে দল হামলা চালিয়েছে তারা খুব চেনা পদ্ধতিতে ওই এলাকা ছেড়ে পালায়। দুষ্কৃতিরা টর্চের লাইট মারতে থেকে বাসের কাঁচের উপর যাতে কেউ দেখতে না পায়। এগুলি খুব হাই পাওয়ারের টর্চ, যা চোখে লাগলে তাকানো মুশকিল হয়ে যায়। এর ফলে রাস্তায় যানজট হয়ে যায়। আর সেই ফাঁকেই তারা ঘটনাস্থল থেকেন পালিয়ে যায়। বলা হচ্ছে যে এই ঘটনার জন্য দায়ী 'লস টেকুলিয়রস' নামে একটি দল। তাদের দিকে আঙুল উঠছে। সোশ্যাল মাধ্যমে সেই ভিডিও শেয়ার করা হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কিছু নিশ্চিত জানা যায়নি। এই দলই এই ঘটনার সঙ্গে যুক্ত না কি পুরোটাই রটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

রাজনৈতিক দলের বিবৃতি

রাজনৈতিক দলের বিবৃতি

মেয়র করনাডো মেনডোজার রাজনৈতিক দল পিআরডি এই ঘটনা নিয়ে বিবৃতি প্রকাশ করেছে। তাঁরা বলেছেন যে ঘটনায় আমাদের মেয়রের মৃত্যু হয়েছে। দল এই ঘটনার পূর্ণ তদন্ত চেয়েছে। সত্য কী তা বার করে আনার কথা বলছে। কেন এই হামলা তা খতিয়ে দেখার আবেদন জানানো হয়েছে।

 আগেও হামলা হয়েছে

আগেও হামলা হয়েছে

প্রসঙ্গত বিগত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি এমন বন্দুক হামলার কথা জানা গিয়েছে। সেপ্টেম্বরের ২১ তারিখ এমনই একটি হামলা হয়েছিল। সেন্ট্রাল মেক্সিকোর গুয়ানজুয়াতোর একটি বারে এলোপাথারি গুলি চালানো হয়। এই ঘটনায় ১০জন মারা যান। ইতিমধ্যে জাতীয় নিরাপত্তা দফতর সেনা এবং নৌ সেনার একটি দল নিয়োগ করা হয়েছে দুষ্কৃতিদের ধরার জন্য। কে বা কারা এর সঙ্গে যুক্ত তা দ্রুত খুঁজে বের করার নির্দেশ দেওয়া হয়েছে।

English summary
gunmen atack in mexico
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X