For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৭২১ কোটি টাকা পারিশ্রমিক সুন্দর পিচাইয়ের !

  • |
Google Oneindia Bengali News

খড়গপুর আইআইটির প্রাক্তনী সুন্দর পিচাই ২০২০ সাল থেকে বছরে ২ মিলিয়ন ডলার বেতন পেতে চলেছে, যা ভারতীয় মুদ্রায় প্রায় ১৪কোটি ২২ লক্ষ টাকা। এছাড়াও আগামী দু বছর কাজ করার চুক্তি পূরণ করলে মোট ২৪০ মিলিয়ন ডলার বা ১৭২১ কোটি টাকা ভাতা হিসাবে পাবেন সুন্দর।

গুগলের পাশাপাশি এ্যালফ্যাবেট প্রধান হয়ে নয়া রেকর্ড সুন্দরের

গুগলের সিইও থেকে যাত্রা শুরু খড়গপুর প্রাক্তনীর। গুগলের সিইও হওয়ায় পাশাপাশি চলতি বছরেই তিনি মার্কিন বহুজাতিক সংস্থা এ্যালফ্যাবেটেরও সিইও হয়েছেন। সুন্দরের নয়া বেতন বৃদ্ধির বিষয়টা শুক্রবার এ্যালফ্যাবেট একটি বিবৃতির মাধ্যমে প্রকাশ্যে আনে। আগামী বছরে জানুয়ারির পয়লা তারিখ থেকেই এই বর্ধিত বেতন কার্যকর হবে বলে জানা যাচ্ছে। বহাল থাকবে ২০২২ সালের ১৯সে ডিসেম্বর অব্দি। এছাড়াও আগামী ২০২২ সাল পর্যন্ত বছরে ১২০ মিলিয়ন মার্কিন ডলার ভাতা স্বরূপ দেওয়া হবে পিচাইকে। তবে তার জন্য এ্যালফ্যাবেটেই ২০২২ সাল পর্যন্ত চাকরি করতে হবে তাকে।

এ্যালফ্যাবেট এত বছরে কোনও কর্মচারীকেই এত টাকা পারিশ্রমিক হিসাবে দেয়নি বলে সূত্রের খবর। পিচাই এ্যালফ্যাবেটের সিইও পদে যোগদান করার পরেই নাকি কোম্পানির মুনাফা লাভের পরিমাণ প্রায় দ্বিগুণ হয়ে যাওয়ায় সুন্দরকে এই ভাতা পুরস্কার হিসেবে দেওয়া হচ্ছে বলেও জানা যাচ্ছে।

প্রসঙ্গত বছর ৪৭-র পিচাই ২০১৫ সালে গুগলের সিইও হিসাবে দায়িত্ব নেন। গুগলের কো-ফাউন্ডার ল্যারি পেজ এবং সার্জি ব্রিন চলতি মাসের ৩ তারিখে পদত্যাগ করার পর এ্যালফ্যাবেট তাদের সংস্থার নতুন সিইও হিসাবে সুন্দর পিচাইয়ের নাম ঘোষণা করে। একই সাথে দুটো কোম্পানির সিইও হওয়াতেই বেতন বৃদ্ধি সুন্দরের।

English summary
Sundar Pichai’s new record as Alphabet chief alongside Google
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X