For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রক্তাক্ত গাজা সীমান্ত ,ইজরাইলি হামলায় ১৭ জন প্য়ালেস্তিনী নিহত, আহত ১৪০০

রক্তাক্ত গাজা সীমান্ত। সাম্প্রতিককালের সবচেয়ে বড় ইজরায়েলি হামলায় নিহত ১৭ জন প্যালেস্তিনী নাগরিক।

  • |
Google Oneindia Bengali News

রক্তাক্ত গাজা সীমান্ত। সাম্প্রতিককালের সবচেয়ে বড় ইজরায়েলি হামলায় নিহত ১৭ জন প্যালেস্তিনী নাগরিক। আহত হয়েছেন ১৪০০ মানুষ। সীমান্ত স্তব্ধ করা প্রসঙ্গে প্যালেস্তিনীদের কয়েক হাজার মানুষের প্রতিবাদ মিছিলের ওপর সীমান্তের কাঁটাতারের ওপার থেকে হামলা চালায় ইজরায়েলীয়রা।

রক্তাক্ত গাজা সীমান্ত ,ইজরাইলি হামলায় ১৭ জন প্য়ালেস্তিনী নিহত, আহত ১৪০০

এদিকে, ইজরায়েলের দাবি হাজার হাজার মানুষকে 'রাই অফ রিটার্ন ফর রিফিউজিট বা রিফিউজি প্রত্যাবর্তনের অধিকারের নামে হামলা চালানোর অভিসন্ধি ছিল প্যালেস্টাইনের। ইজরায়েলের আরও দাবি প্রতিবাদের নামে তাদের ওপর ইঁট বৃষ্টি করে প্যালেস্তিনীয়রা। এই প্রতিবাদী প্যালেস্তিনীয়দের উগ্রপন্থী বলেও দাবি করেছে ইজরায়েল। গাজার মতো শতাব্দী প্রাচীন বিতর্কিত ভূখণ্ডকে নিয়ে চাপানোতর দুটি দেশের মধ্যেই ছিল। এবার গাজাবাসীদের মধ্যে সেই সমস্যাকে চূড়ান্ত ফয়সলা করার উদ্যম দেখা গিয়েছে। এই প্রতিবাদ মিছিলে যেভাবে তাঁরাও সামিল হয়েছেন তা অভূতপূর্ব।

এদিকে, রাষ্ট্রসংঘকে বিষয়টি নিয়ে অবহিত করা হয়েছে। এবিষয়ে প্যালেস্টাইনে রাষ্ট্রসংঘের প্রতিনিধি ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এদিকে, হিংসার জন্য প্যালেস্টাইনকে দোষী করে বিত্রপ্তি জারি করেছে ইজরায়েল প্রশাসন। এবিষয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদ আলোচনায় বসবে আগামীকাল।

English summary
Palestinians killed, many wounded in clashes with Israeli troops at Gaza border.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X