For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৬ বছরের কিশোরী একহাত নিলেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের! রাষ্ট্রসংঘে গ্রেটার বক্তব্যে তোলপাড়

'আপনাদের সাহস হয় কী করে?' এভাবেই প্রশ্ন তুলে, রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক সামিটে এক ১৬ বছরের কিশোরী গ্রেটা থানবার্গ কার্যত একহাত নিয়ে নিয়েছে বিশ্বর তাবড় রাষ্ট্রনেতাদের।

  • |
Google Oneindia Bengali News

'আপনাদের সাহস হয় কী করে?' এভাবেই প্রশ্ন তুলে, রাষ্ট্রসংঘের পরিবেশ বিষয়ক সামিটে এক ১৬ বছরের কিশোরী গ্রেটা থানবার্গ কার্যত একহাত নিয়ে নিয়েছে বিশ্বর তাবড় রাষ্ট্রনেতাদের। সুইডেনের এই কিশোরী বিশ্বের পরিবেশ রক্ষা ও আবহাওয়া পরিবর্তন সম্পর্কে সচেতনতার অন্যতম মুখ। আর সেই গ্রেটাই রাষ্ট্রসংঘেরর সামিটে নিজের বক্তব্য পেশ করে রীতিমতো চাক লাগিয়ে দিয়েছে।

১৬ বছরের কিশোরী একহাত নিলেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতাদের! রাষ্ট্রসংঘে গ্রেটার বক্তব্যে তোলপাড়

সাফ বার্তায় গ্রেটা বলেছে, সে আর তার সঙ্গীরা নজর রাখতে চলেছে বিশ্বের প্রতিটি মানুষের ওপর। কিভাবে পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলে সচেতন হচ্ছেন , তা নিয়ে গ্রেটারা নিজের মতো করে নজর রাখবে। গ্রেটা বলে, 'এটা সম্পূর্ণ ভুল হচ্ছে। আমার এখানে থাকবার কথা নয়। আমার এখন সমুদ্রের ওপারে স্কুলে থাকবার কথা। ' এরপরই বিশ্বের রাষ্ট্রনেতাদের তোপ দেগে গ্রেটা বলে, 'আপনারা আমাদের মতো স্বল্প বয়সীদের কাছে আসেন। কোন সাহসে আসেন?' গর্জে উঠে গ্রেটা প্রশ্ন তোলে,' আপনারা আমার স্বপ্ন কেড়েছেন নিজেদেরর ভুয়ো প্রতিশ্রুতিগুলি দিয়ে। ... মানুষ কষ্ট পাচ্ছে, মানুষ মরে যাচ্ছে ,গোটা ইকো সিস্টেম বিপন্ন।'

[ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের][ সোশ্যাল মিডিয়ার অপব্যবহার নিয়ে কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের]

গ্রেটার বার্তা খুব স্পষ্ট। ছোট্ট এই সুইডিশ কিশোরী দাবি করে, তার রেগে যাওয়া , আর খুশি থাকা বড় কথা নয়। তবে, তার পরিবেশ পরিবর্তন নিয়ে এত বার্তার পরেও যদি রাষ্ট্র নেতারা নিজেদের প্রতিশ্রুতি মতো পরিবেশের ভারসাম্য রক্ষায় এগিয়ে না আসেন , তাহলে তা গ্রেটা মেনে নিতে পারবে না বলে জানায় । শুধুমাত্র রাষ্ট্র নেতাদেরই নয়, ঝাঁঝালো তোপে রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেলকে গ্রেটা দাবি জানায় যে, তিনি যেন পরিবেশের ভারসাম্য রক্ষার ক্ষেত্রে সমস্ত দেশকে কড়া বার্তা দেন নিজেদের প্রতিশ্রুতি পালনের জন্য।

[জঙ্গি মদত ইস্যুতে পাকিস্তানের 'বড় দাদা' চিনকে এবার আক্রমণ মোদীর][জঙ্গি মদত ইস্যুতে পাকিস্তানের 'বড় দাদা' চিনকে এবার আক্রমণ মোদীর]

English summary
The Swedish teen, who has become the global face of the growing youth movement against climate inaction, began by telling her audience: "My message is that we'll be watching you," eliciting laughter.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X