For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানে এখনও ১৬টি জঙ্গি শিবির 'অ্যাক্টিভ' রয়েছে, সতর্কবার্তা এল ইন্টেলিজেন্স থেকে

পাকিস্তানে এখনও রমরমিয়ে জঙ্গি ঘাঁটি চলছে। ইন্টেলিজেন্স সূত্রে খবর, আরও ১৬টি সক্রিয় জঙ্গি ঘাঁটি পাকিস্তানে কাজ করছে।

  • |
Google Oneindia Bengali News

পুলওয়ামায় সেনা কনভয়ে হামলার বদলে পাকিস্তানের ভিতরে ঢুকে তিনটি জায়গায় জঙ্গি শিবির গুঁড়িয়ে দিয়ে এসেছে ভারতীয় বায়ুসেনা। এই জঙ্গি লঞ্চ প্যাড থেকে জেহাদি কাজকর্ম ও ভারত বিরোধী সন্ত্রাসকে উসকানি দেওয়া হতো। সেখানেই বোমা ফেলে হামলা চালিয়েছে ভারত। বালাকোট, মুজফফরাবাদ ও চাকোতিতে হামলা চালানো হয়েছে।

পাকিস্তানে এখনও ১৬টি জঙ্গি শিবির অ্যাক্টিভ রয়েছে

তবে এখানেই শেষ নয়। পাকিস্তানে এখনও রমরমিয়ে জঙ্গি ঘাঁটি চলছে। ইন্টেলিজেন্স সূত্রে খবর, আরও ১৬টি সক্রিয় জঙ্গি ঘাঁটি পাকিস্তানে কাজ করছে।

এর মধ্যে ১১টি রয়েছে পাক অধীকৃত কাশ্মীরে। যার মধ্যে পাঁচটি মুজফফরাবাদ, কোটলি ও বারনালা এলাকায় কাজ করছে। এছাড়া বাকী পাঁচটি জঙ্গি শিবির রয়েছে মানশেরা ও পাকিস্তানের পঞ্জাব প্রদেশে।

পাক অধীকৃত কাশ্মীরের লাকা-ই-গৈর, শেরপাই, দেওলিন, খালিদ বিন ওয়ালিদ, গারহী, দোপাট্টা ও বই এলাকায় জঙ্গি শিবিরগুলি এখনও কাজ করছে বলে ইন্টেলিজেন্স সূত্রে খবর।

এই সমস্ত জঙ্গি শিবিরে কম্যান্ডো স্টাইলে হামলার ট্রেনিং দেওয়া হয়। কীভাবে আইইডি বিস্ফোরণ ঘটাতে হবে, স্নাইপার হামলা করতে হবে, জলের তলায় লড়াই করতে হবে বা ড্রোন চালাতে হবে - এই সমস্ত প্রশিক্ষণ জঙ্গিদের দেওয়া হয়।

রিপোর্ট অনুযায়ী ২০১৮ সালে ৫৬০জনের মতো জঙ্গিকে এখানে ট্রেনিং দেওয়া হয়েছে। তাদের ভারত বিরোধী সন্ত্রাসের জন্য তৈরি করা হয়েছে।

English summary
16 terror camps still active in Pakistan, Pak-occupied Kashmir, warn Intelligence agencies
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X