For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইসিইউ-র ১৬ জন নার্স একসঙ্গে গর্ভবতী! চাঞ্চল্য অ্যারিজোনা হাসপাতালে

অ্যারিজোনার একটি হাসপাতালে একদল মহিলা একসঙ্গে গর্ভবতী হয়ে পড়েছেন। সংখ্যাটি ১৬। তবে আশ্চর্যের ঘটনা হল, এঁরা সকলেই একসঙ্গে হাসপাতালের আইসিইউতে কাজ করছিলেন।

  • |
Google Oneindia Bengali News

অ্যারিজোনার একটি হাসপাতালে একদল মহিলা একসঙ্গে গর্ভবতী হয়ে পড়েছেন। সংখ্যাটি ১৬। তবে আশ্চর্যের ঘটনা হল, এঁরা সকলেই একসঙ্গে হাসপাতালের আইসিইউতে কাজ করছিলেন। হাসপাতালের গর্ভবতী মহিলাদের গ্রুপে যোগ দেওয়ার পরে সকলে জানতে পারেন, বাকী সহকর্মীরাও গর্ভবতী হয়ে পড়েছেন। যা জানার পরে প্রত্যেকেরই বিস্ময়ের সীমা ছিল না।

আইসিইউ-র ১৬ জন নার্স একসঙ্গে গর্ভবতী! চাঞ্চল্য অ্যারিজোনায়

শুধু তাঁরা নিজেরা নন, হাসপাতালের একই ডিপার্টমেন্টের এতজন নার্স একসঙ্গে গর্ভবতী হওয়ায় বাকীরাও বিস্ময় প্রকাশ করেছেন। এই ঘটনার পরে গর্ভবতী নার্সরা আরও বেশি করে একে অপরের কাছে চলে এসেছেন। একে অপরের সমস্যা ভাগ করে নিচ্ছেন।

হাসপাতাল কর্তৃপক্ষও এই নার্সদের বিশেষ সময় দিচ্ছে। বিভিন্ন আলোচনা সভায় তাঁরা নিজেদের অভিজ্ঞতা সকলের সঙ্গে ভাগ করে নিচ্ছেন। জানা গিয়েছে, ১৬ জন নার্সই আগামী অক্টোবর থেকে সামনের বছরের জানুয়ারি মাসের মধ্যে সন্তানের জন্ম দিতে চলেছেন।

অ্যারিজোনা হাসপাতাল কর্তৃপক্ষ এতজন নার্সের অনুপস্থিতির খবর জানতে পেরে আগে থেকেই ব্যবস্থা নিয়ে রেখেছে। আইসিইউ-র মতো গুরুত্বপূর্ণ জায়গায় লোক কম রাখলে চলবে না। সেকথা মাথায় রেখেই ব্যবস্থা নেওয়া হয়েছে। এতজনের অভাব পূরণ করে দেওয়া হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষও আশ্বাস দিয়েছে।

গর্ভবতী নার্সরা জানিয়েছেন, এতজন একই ডিপার্টমেন্টের গর্ভবতী হওয়ায় মানুষ সবসময়ই বিস্ময়ের সঙ্গ দেখছেন। হাসপাতালে আসা রোগীদের অনেকেই এই নিয়ে প্রশ্নও করেছেন। সকলের একই জিজ্ঞাস্য কীভাবে এটা সম্ভব হল? স্যোশাল মিডিয়ার ওয়ালও এই নিয়ে ভরে উঠেছে। ১৬জন গর্ভবতী নার্স অবশ্য তা নিয়ে বিশেষ ভাবছেন না। নিজেদের ও গর্ভস্থ সন্তানের দেখভালেই তাঁরা নজর দিয়েছেন।

English summary
16 nurses from same Arizona intensive care unit pregnant at same time
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X