For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় ১৫০ জনেরই মৃত্যু হয়েছে, উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার, জানান ফরাসি প্রশাসন

  • |
Google Oneindia Bengali News

প্যারিস, ২৫ মার্চ : সরকারিভাবেই জানা গেল যে, আল্পস পর্বতে ফ্রান্সের সীমান্তে ১৫০ জন যাত্রী নিয়ে জার্মান উইংস এর যাত্রীবাহী বিমানটি পুরোপুরি বিধ্বস্ত হয়েছে।

এই বিমান দুর্ঘটনায় ১৬ জন শিশুসহ ১৫০ জন আরোহীর কেউ বেঁচে নেই বলে জানা গিয়েছে। এক আধিকারিক জানান, বিমানে থাকা কেউ বেঁচে নেই। মৃতদেহ ও বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করতে বেশ কয়েকদিন সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।

ফ্রান্সে বিমান দুর্ঘটনায় ১৫০ জনেরই মৃত্যু হয়েছে, উদ্ধার ককপিট ভয়েস রেকর্ডার, জানান ফরাসি প্রশাসন


গতকাল স্থানীয় সময় সকাল ১০টা ৫৩ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। জার্মানউইংস এয়ারবাস 'এ-৩২০' বিমানটির মোট আরোহী ছিলেন ১৪৪ জন বাকি ৬ জন ছিলেন বিমানকর্মী। বিমান কর্তৃপক্ষ জানিয়েছেন, ওই উড়ানে ৬৭ জন জার্মান নাগরিক ছিলেন। বিমানটিতে ৪৫ জন স্পেনীয় নাগরিকও ছিলেন। আর একজন বেলজিয়ামের নাগরিক ছিলেন বলে জানা গিয়েছে।

বিমানটি মঙ্গলবার সকালে স্পেনের বার্সেলোনা শহর থেকে জার্মানির ডুসেলডর্ফ যাচ্ছিল।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আল্পস পর্বতের ২০০০ মিটার উঁচুতে বিমানের ধ্বংসাবশেষ দেখা গিয়েছে। ফরাসি প্রেসিডেন্ট ফ্রাসোয়াঁ ওল্যঁদ বিমান দুর্ঘটনার খবরে গভীর শোক প্রকাশ করেছেন।

জার্মান উইংস্ জার্মানির জাতীয় বিমান সংস্থা লুফৎহনসার একটি সহযোগী সংস্থা। বিমানটি ২৪ বছরের পুরনো বলে জানা গিয়েছে।

English summary
150 dead as Airbus A320 crashes in French Alps, cockpit voice recorder recovered
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X