For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা, ১৪টি মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ

বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা

Google Oneindia Bengali News

বাংলাদেশে ফের আক্রান্ত হিন্দুরা। প্রায় ১৪টি হিন্দু মন্দিরে হামলা চালানোর ঘটনা ঘটেছে। বাংলাদেশের ঠাকপরগাঁওয়ে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। রাতের অন্ধকারে অজ্ঞাত পরিচয় কয়েকজন দুষ্কৃতি হামলা চালায় বলে অভিযোগ। ১৪ মন্দিরে ভাঙচুর চালানোর পাশাপাশি মন্দিরের মূর্তিও ভাঙচুর করেছে তারা। হাসিনা সরকারের পুলিশ কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে। এর আগেই একাধিকবার এই ঘটনা ঘটেছে বাংলাদেশে।

 ১৪টি মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ

দুর্গাপুজোর সময় বাংলাদেশের একাধিক জায়গায় দুর্গামণ্ডপে ভাঙচুর চালানো হয়েছিল। এমনকী দুর্গাপুজোর মণ্ডপ জ্বালিয়ে পর্যন্ত দেওয়া হয়েছিল। রীতিময় সংশয়ে পড়েছিলেন বাংলাদেশে বসবাসকারী হিন্দুরাষ। । এই নিয়ে ভারতের পক্ষ থেকে বাংলাদেশ সরকারের সহ্গে কথা বলা হয়েছিল। হাসিনা সরকার সেসময়ে কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করেছিলেন। এমনকী ইস্কনের মন্দিরে অগ্নি সংযোগের ঘটনা ঘিরে তুমুল রাজনৈতিক টানাপোড়েন তৈরি হয়েছিল বাংলাদেশে।

সামনেই বাংলাদেশের সাধারণ নির্বাচন এগিয়ে আসছে। তার আগে হিন্দুদের মন্দির ভাঙচুর করা হয়েছে। তাই নিয়ে হাসিনা সরকারে বেশ অস্বস্তি বেড়েছিল। তবে এই ঘটনার নেপথ্যে বাংলাদেশের জঙ্গিসংঠনগুলি কাজ করছে বলে তদন্তে জানা যায়। বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল হাসিনা সরকার। তারপরেও আবারও হিন্দু মন্দিরে ভঙচুরের ঘটনায় সেখানে বসবাসকারী হিন্দুরা আতঙ্কে রয়েছেন।

শনিবার রাতে এবং রবিবার ভোরের মধ্যে কোনও একটা সময়ে এই বাংলাদেশের ঠাকুরগাঁও উপজেলার বালিয়াডিঙ্গির হিন্দু মন্দিরে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। সেখানকার এক বাসিন্দা বৈদ্যনাথ বর্মন অভিযোগ করেছেন, প্রায় ১৪টি হিন্দু মন্দিরে ভাঙচপর চালিয়ে মন্দিরের ভেতরের মূর্তিগুলিকেও তারা ছাড়েনি। বেশ কিছু মূর্তি ভাঙচুর করেছে আবার বেশ কিছু মূর্তি জলে ভাসিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।

English summary
14 Temple Vandalised at Bangledesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X