For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিলিপাইনে টাইফুনের দাপটে ঝড়-বন্যায় মৃত ১২০ জন, নিখোঁজ ১৬০ জন

প্রবল ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে প্রকৃতিক দুর্যোগের শিকার দক্ষিণ ফিলিপাইন। ঝড় বৃষ্টির জেরে সেখানের বন্য়া পরিস্থিতি ক্রামগত অবনতির দিকে।

  • |
Google Oneindia Bengali News

প্রবল ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে প্রকৃতিক দুর্যোগের শিকার দক্ষিণ ফিলিপাইন। ঝড় বৃষ্টির জেরে সেখানের বন্য়া পরিস্থিতি ক্রামগত অবনতির দিকে। সূত্রের খবর অনুযায়ী ঝড়ের দাপটে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১২০ জন। ১৬০ জনের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।

ফিলিপাইনে টাইফুনের দাপটে ঝড়-বন্যায় মৃত ১২০ জন, নিখোঁজ ১৬০ জন

[আরও পড়ুন:মহিলা যাত্রীকে ধর্ষণ ও লুঠপাটের অভিযোগে ধৃত প্রাক্তন 'ক্যাব' চালক, ছড়াল চাঞ্চল্য ][আরও পড়ুন:মহিলা যাত্রীকে ধর্ষণ ও লুঠপাটের অভিযোগে ধৃত প্রাক্তন 'ক্যাব' চালক, ছড়াল চাঞ্চল্য ]

ক্রান্তীয় এই ঝড় তেম্বিন টাইফুনের আকার ধারণ করেছে। আর তাতেই ক্রমাগত বিপর্যস্ত হচ্ছে সেখানকার মানুষের জীবন। এদিকে, পরিস্থিতি মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ করছে ফিলিপাইনের প্রশাসন। যাঁরা বন্য়ার জলের স্রোতে ভেসে গিয়েছেন সেরকম ৩০ জনকে উদ্ধার করেছে ফিলিপাইন প্রশাসন। ইতিমধ্যেই এই দেশ ২০ টি ক্রান্তীয় ঝড়ের তাণ্ডবে জেরবার হয়েছে।

বিভিন্ন জায়গা থেকে প্রায় ১০০ জকে রাখা হয়েছে নিরাপদ ক্যাম্পে। আঞ্চলিক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওয়ের তুবোদ শহরের কাছে ১৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ক্রিস্টামাস তথা নববর্ষের আনন্দে মাতোয়ারা হওয়ার সময় দেশের এরকম বিপদে রীতিমত মানসিকভাবে বিধ্বস্ত সেদেশের বাকি অংশের নাগরিকরা।

English summary
A tropical storm battered southern Philippines and caused flash floods that swept away people and caused landslides. According to reports the storm has caused a death-toll of 120. 160 other people are missing according to officials.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X