For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শতায়ু হতে চাইলে এমার মতো কাঁচা ডিম খান

  • |
Google Oneindia Bengali News

নিউইয়র্ক, ২২ ফেব্রুয়ারি: বয়সের ব্যাপারে শতরান হাঁকিয়েছেন এমন মানুষ দুনিয়ায় বিরল নন। চিকিৎসা শাস্ত্রে উন্নতির সুবাদে মানুষের গড় আয়ুও এখন ঊর্ধ্বমুখী। তবে তাই বলে কাঁচা ডিম খেয়ে বয়স বাড়বে, এটা কল্পনাতীত।

শুনতে অবাক শোনালেও এমনটাই দাবি ইতালির বেরবানিয়ার বাসিন্দা ১১৫ বছরের বৃদ্ধা এমা মোরানোর। বয়সকে হার মানিয়ে তিনিই এই মুহূর্তে ইতালি তথা ইউরোপের সবচেয়ে বয়জ্যেষ্ঠ ব্যক্তি। এবং সারা বিশ্বে বয়সের নিরিখে এই মুহূর্তে তাঁর স্থান পঞ্চম।

রক্তাল্পতার হাত থেকে বাঁচতে বয়:সন্ধির সময় থেকেই এক ডাক্তারের পরামর্শ মেনে দিনে তিনটি করে কাঁচা ডিম খাওয়া শুরু করেন এমা। এমার বিশ্বাস তাতেই নাকি মিলেছে আশ্চর্য ফল।


রক্তাল্পতার হাত থেকে বাঁচতে বয়:সন্ধির সময় থেকেই এক ডাক্তারের পরামর্শ মেনে দিনে তিনটি করে কাঁচা ডিম খাওয়া শুরু করেন এমা। এমার বিশ্বাস তাতেই নাকি মিলেছে আশ্চর্য ফল।

নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত একটি রিপোর্টে এমা জানিয়েছেন, ১৯৩৮ সালে তাঁর শিশু পুত্রের মৃত্যুর পর আর স্বামীর সঙ্গে থাকেননি। কারও বশে থাকার আর ইচ্ছা হয়নি তাঁর। এমার দাবি, বহুদিন আগে স্বামীর সঙ্গ ত্যাগ করাও নাকি তাঁর দীর্ঘজীবনের অন্যতম বড় কারণ।

গত ২৫ বছর ধরে তাঁর ব্যক্তিগত চিকিৎসক হিসেবে কাজ করে চলা কার্লো বাভা জানিয়েছেন, এত দীর্ঘ জীবনে মাত্র হাতে গোনা কয়েকবার অসুস্থ হয়েছেন এমা। তায় কখনও হাসপাতালের চৌকাঠ মারাননি। টুকটাক যা শুশ্র্ুষা হয়েছে তা বাড়িতেই সেরে নেওয়া গিয়েছে। এই মুহূর্তেও এমার সার্বিক স্বাস্থ্য ভালোই রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক কার্লো।

English summary
115-year-old woman credits raw eggs for long life
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X