For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা থাবায় আমেরিকাতেও প্রাণ হারাচ্ছেন ভারতীয়রা! কেমন আছেন প্রবাসসীরা?

Google Oneindia Bengali News

স্পেনকে ছাপিয়ে করোনা থাবায় মৃত্যুর নিরিখে দ্বিতীয় স্থানে উঠে এসেছে আমেরিকা। ভয়ঙ্কর করোনা ভাইরাসে প্রবল ভাবে বিধ্বস্ত মার্কিন মুলুক। এই পরিস্থিতিতে সেই দেশে করোনা থামার নাম নিচ্ছে না। আক্রান্তের সংখ্যাও ক্রমে বেড়ে চলেছে। পর পর টানা দুদিন আমেরিকায় প্রায় ২০০০ ছুঁল মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে সেদেশে থাকা ভারতদীয়ের কী অবস্থা?

কতজন ভারতীয় মারা গিয়েছেন আমেরিকায়?

কতজন ভারতীয় মারা গিয়েছেন আমেরিকায়?

আমেরিকার জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী বুধবার মার্কিন মুলুকে মৃত্যু হয়েছে প্রায় ২০০০ জন করোনা আক্রান্তের। মৃত্যু মিছিল কোনো ভাবেই থামছে না সেখানে। জানা গিয়েছে, সেখানে এ বার করোনায় ১১ জন ভারতীয়ের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন আরও ১৬ জন ভারতীয়। ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে।

মৃত ভারতীয়দের মধ্যে অধিকাংশই নিউ ইয়র্কের বাসিন্দা

মৃত ভারতীয়দের মধ্যে অধিকাংশই নিউ ইয়র্কের বাসিন্দা

আমেরিকায় করোনায় মৃত ভারতীয়দের সবাই পুরুষ। তাঁদের মধ্যে ১০ জন নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে থাকতেন। আমেরিকায় করোনাভাইরাসের কেন্দ্রস্থল হয়ে উঠেছে নিউ ইয়র্ক সিটি। এঁদের চারজন ছিলেন নিউ ইয়র্ক সিটির ট্যাক্সিচালক।

আরও ১৬জন ভারতীয় করোনায় আক্রান্ত আমেরিকায়

আরও ১৬জন ভারতীয় করোনায় আক্রান্ত আমেরিকায়

এ ছাড়াও আক্রান্ত ১৬ জন ভারতীয়ের মধ্যে চারজন মহিলা। তাঁরা সবাই সেলফ কোয়ারানটিনে ছিলেন। তাঁদের নিউ ইয়র্কের আটজন, নিউ জার্সির তিনজন ও বাকিরা টেক্সাস এবং ক্যালিফোর্নিয়ার। আক্রান্তরা ভারতের উত্তরাখণ্ড, মহারাষ্ট্র, কর্নাটক ও উত্তরপ্রদেশের বাসিন্দা।

তৎপর আমেরিকার ভারতীয় দূতাবাস

তৎপর আমেরিকার ভারতীয় দূতাবাস

ভারতীয় দূতাবাস স্থানীয় প্রশাসনের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখছে। সেদেশে করোনা আক্রান্ত ভারতীয়দের সবরকম সাহায্যের জন্য সব রকম পদক্ষেপ নিতে প্রস্তুত বলেও জানানো হয়েছে দূতাবাসের তরফে।

মৃত্যু মিছিল জারি আমেরিকায়

মৃত্যু মিছিল জারি আমেরিকায়

এদিকে গতকালই করোনায় ১৯৩৯ জন আক্রান্তের মৃত্যু হয়েছে আমেরিকায়। সবচেয়ে বাজে অবস্থা নিউইয়র্কের। এর জেরে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৪ হাজার ৭৯৫-এ দাঁড়াল সেদেশে। এছাড়া সেদেশে ৪,৩৫,১২৮ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত করা গিয়েছে, যার মধ্যে ২২,৮৯১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

English summary
11 indians lost life in usa due to covid 19 outbreak
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X