For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা সংক্রমণকে হারিয়ে বিশ্বকে অবাক করলেন ১০৩ বছরের বৃদ্ধা!

Google Oneindia Bengali News

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের আতঙ্কে ভুগছে সবাই। ২ লক্ষ ৪৫ হাজারেরও বেশি মানুষ এই সংক্রমণে আক্রান্ত হয়েছে। মারা গিয়েছে ১০ হাজার। এই অবস্থায় মানুষের মনে ধারণা জন্মেছে যে এই ভাইরাসের সংক্রমণে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বৃদ্ধদেরই বেশি।

বৃদ্ধরা বেশি কাবু হচ্ছেন করোনায়

বৃদ্ধরা বেশি কাবু হচ্ছেন করোনায়

যেকোনও বয়সের নারী পুরুষ করোনায় আক্রান্ত হতে পারে। তবে আক্রান্তদের মধ্যে বিশ্বজুড়ে বৃদ্ধদের সংখ্যাই বেশি। বিশ্ব জুড়ে ৮০ বছরের উপর যে সকল ব্যক্তিদের শরীরে করোনা সংক্রমণ দেখা দিয়েছে, তাদের মধ্যে ২২ শতাংশ মারা গিয়েছে। তাই মনে করা হচ্ছে বৃদ্ধদের এই রোগ বেশি কাবু করে দিচ্ছে।

করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ইরানের এক বৃদ্ধা

করোনা থেকে সুস্থ হয়ে উঠলেন ইরানের এক বৃদ্ধা

তবে এই পরিস্থিতিতেও করোনা ভাইরাসে আক্রন্ত হয়ে সুস্থ হয়ে উঠলেন ইরানের এক বৃদ্ধা। তাঁর বয়স আবার ১০৩ বছর বয়স। সমস্ত বিজ্ঞানকে যেন উল্টে দিলেন একশো তিন বছরের এক বৃদ্ধা। একেবারে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন ইরানের ওই বৃদ্ধা। যদিও ওই বৃদ্ধার নাম প্রকাশ্যে আনা হয়নি। প্রসঙ্গত, এই মহিলাটি ইরানের দ্বিতীয় বৃদ্ধা রোগী যিনি করোনা রোগ থেকে বেঁচে গিয়েছেন।

ইরানে মৃত্যু মিছিল

ইরানে মৃত্যু মিছিল

ইউরোপ বাদে ইরানে করোনার প্রকোপ ভয়াবহ আকার নিয়েছে। এদিনও সেদেশে মৃত্যু মিছইল জারি ছিল। প্রায় ৩০০ জনের মৃত্যু হয় এদিন। করোনায় আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত সেদেশে মারা গিয়েছে ১২৮৪ জন। আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৪০৭ জন।

ইতালিতে মৃত্যু মিছিলের কারণ কী

ইতালিতে মৃত্যু মিছিলের কারণ কী

এদিকে বিশ্বে এখন করোনার প্রকোপে সব থেকে বাজে পরিস্থিতি ইতালিতে। চিনকে ছাপিয়ে গিয়ে ইতালি এখন মৃত্যুর তালিকার শীর্ষে। এই পরিস্থিতি তে যারা আগে থেকেই অসুস্থ ও বয়স্ক রোগী, যাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা খুব কম, তাদের চিকিৎসা না দিয়ে অপেক্ষাকৃত স্বাস্থ্যবান ও কম বয়সীদের চিকিৎসা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যার জেরে মৃতের সংখ্যা আরও লাফিয়ে বাড়ছে ইতালিতে। ইউরোপীয় দেশগুলোর মধ্যে ইতালিতে সবচেয়ে বেশি বয়স্ক মানুষের বসবাস।

English summary
103 year old iranian woman recovers from coronavirus
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X