For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নির্বাচন শুরুর আগেই অর্ধেকের বেশি ভোটদান, আজ মাত্র ৬ কোটি ভোটার, আর্লি ভোটিং ভাবাচ্ছে ট্রাম্পকে

নির্বাচন শুরুর আগেই অর্ধেকের বেশি ভোটদান, আজ মাত্র ৬ কোটি ভোটার, আর্লি ভোটিং ভাবাচ্ছে ট্রাম্পকে

Google Oneindia Bengali News

করোনা মহামারীর মধ্যেই প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে আমেরিকায়। করোনা সংক্রমণের আতঙ্কে তাই ভোট শুরুর আগেই প্রায় ১০ কোটি ভোটার ভোট দিয়ে ফেলেছেন। আজ মাত্র ৬ কোটি ভোটার ভোট দিচ্ছেন। আর এটাই চিন্তা বাড়িয়েছে ট্রাম্প শিবিরে। অনলাইন ভোটিংয়ে কারচুপি করতে পারে বাইডেন শিবির তা নিয়ে আগেই সরব হয়েছিলেন ট্রাম্প। কিন্তু করোনা সংক্রমণের ভয়ে কেউ আর ভোটের দিন বুথে গিয়ে ভোট দেওয়ার সাহস দেখাতে চাইছেন না। সেকারণেই আগে থেকেই অনলাইনে ভোট দিয়েছেন সিংহভাগ মার্কিনি ভোটার।

আমেরিকায় ভোট

আমেরিকায় ভোট

করোনা আবহের মধ্যেই আমেরিকায় শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচন। এবার মোট ২৩.৯ কোটি ভোটার ভোট দিয়েছেন। হিসেব করলে দাঁড়ায় ১৬ কোটি মার্কিন নাগরিক ভোটদান করবেন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য। তার আগে থেকেই অনলাইনে এবং পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছিল। বুথে যাতে ভিড় কম হয় সেকারণেই অনলাইনে এবং পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দানের ঢালাও বন্দ্যোবস্ত করা হয়েছিল।

অর্ধেকের বেশি ভোট আগেই

অর্ধেকের বেশি ভোট আগেই

করোনা সংক্রমণের আশঙ্কায় ঘরে সিঁধিয়েছেন অধিকাংশ মার্কিনি। সেকারণেই ভোটের দিনের আগেই আমেরিকায় ৫০ শতংশের বেশি ভোট পড়ে গিয়েছে। প্রায় ১০ কোটি ভোটার আগে থেকেই ভোট দিয়ে ফেলেছেন। আজ মাত্র ৬ কোটি ভোটারের ভোট দানের পালা। তাতে ২০১৬ সালের থেেক বেশি ভোট পড়বে বলে মনে করছেন আমেরিকার রাজনৈতিক বিশেষজ্ঞরা। কারণ আমেরিকার ইতিহাসে এর আগে কখনও এতো বেশি পরিমান পোস্টাল ব্যালটে ভোট পড়েনি।

করোনা থাবাং আতঙ্ক

করোনা থাবাং আতঙ্ক

করোনা সংক্রমণের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে আমেরিকায়। এখনও পর্যন্ত সংক্রমণ এবং মৃত্যুর নিরিখে শীর্ষে রয়েছে আমেরিকা। মোট আক্রান্ত ৯৮ লক্ষ পার করেছে আমেরিকায়। মৃত প্রায় আড়াই লক্ষের কাছাকাছি। সংক্রমণ কমা তো দূরের কথা আরও বেশি করে বাড়তে শুরু করেছে। শীত পড়ার সঙ্গে সঙ্গে করোনা সংক্রমণ বাড়বে বলে আগেই সতর্ক করেছেন গবেষকরা। সেকারণেই বোধহয় সংক্রমণ এড়াতে আমেরিকার সিংহভাগ ভোটারই পোস্টাল ব্যালট এবং অনলাইন ভোটিং বা আর্লি ভোটিংকেই বেছে নিয়েছেন।

চাপ বাড়ছে ট্রাম্পের

চাপ বাড়ছে ট্রাম্পের

আর্লি ভোটিং চাপ বাড়াচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। গত কয়েক মাসে বেশ কয়েকটি বিতর্কে বাইডেনের থেকে অনেকটাই পিছিয়ে পড়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার জনগণ একাধিক ইস্যুতে ট্রাম্পের শাসনে সন্তুষ্ট নন। মার্কিনি ভারতীয়দের ভোট ব্যাঙ্কে এবার সিঁধ কেটেছেন কমলা হ্যািরস তাতে কোনও সন্দেহ নেই। সেকারণেই আরও বেশি করে চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বা বাইডেন যেই আসুন ক্ষমতায় আখেরে লাভ ভারতের, চাপ বাড়বে বেজিংয়েরট্রাম্প বা বাইডেন যেই আসুন ক্ষমতায় আখেরে লাভ ভারতের, চাপ বাড়বে বেজিংয়ের

English summary
Allready 10 crore voter cast vote before election only 6 crore voter will cast vote in 2020 USA presidential election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X