For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৬ দিনে ১০ লক্ষ টিকাকরণ, আমেরিকা–ব্রিটেনকে ছাড়িয়ে ভ্যাকসিন ড্রাইভে রেকর্ড ভারতের

৬ দিনে ১০ লক্ষ টিকাকরণ, আমেরিকা–ব্রিটেনকে ছাড়িয়ে ভ্যাকসিন ড্রাইভে রেকর্ড ভারতের

Google Oneindia Bengali News

গত ১৬ জানুয়ারি থেকে ভারতে শুরু হয়ে গিয়েছে করোনা ভাইরাস ভ্যাকসিন ড্রাইভ। আর মাত্র ৬ দিনের মধ্যে ১০ লক্ষ মানুষকে টিকাকরণ করে ভারত রেকর্ড গড়েছে। এখনও এই কর্মসূচী চলছে ভারতে।

৬ দিনে ১০ লক্ষ টিকাকরণ, আমেরিকা–ব্রিটেনকে ছাড়িয়ে ভ্যাকসিন ড্রাইভে রেকর্ড ভারতের


জানা গিয়েছে, ভারতে যে তীব্র গতিতে টিকাকরণ করা হচ্ছে, এই গতিতে আমেরিকা–ব্রিটেনের মতো প্রথম সারির দেশও এই অবাক করা বিষয় করে উঠতে সফল হয়নি। ব্রিটেনে ১০ লক্ষ মানুষকে টিকাকরণ করার জন্য ১৮ দিন সময় লেগেছিল, আমেরিকা ১০ দিন সময় নিয়েছিল। সেখানে ভারত এত কমদিনের মধ্যে এই রেকর্ড গড়তে সক্ষম হয়েছে। রবিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন টুইটে বলেন, '‌খুব মসৃণভাবে টিকাকরণের কর্মসূচী চলছে। দয়া করে কেউ গুজবে কান দেবেন না। খোঁজ–খবর নিতে থাকুন আর সাবধানে থাকুন। আপনার সময় আসলে, আপনিও টিকা নেবেন।’‌

স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, শনিবার পর্যন্ত ১৫ লক্ষ ৮২ হাজার মানুষকে ২৭ হাজার ৯২০টি সেশনে টিকা দেওয়া হয়। রবিবার ১ লক্ষ ৯১ হাজার টিকা দেওয়া হয়েছে ৩৫১২টি সেশনে। টিকা দেওয়ার পর এখনও পর্যন্ত প্রতিকূল প্রতিক্রিয়া দেখা গিয়েছে ১২৩৮ জনের মধ্যে। টিকা নেওয়ার পর ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে।

দেশের মোট ৩০০৬টি কেন্দ্রে এই মহাযজ্ঞ চলছে। প্রত্যেক কেন্দ্র একশো জন করে টিকা দেওয়া হচ্ছে। এই টিকাকরণ কর্মসূচীতে প্রথম অগ্রাধিকার পাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। এরপরের ধাপে ফ্রন্টলাইন কর্মী ও বয়স্করা রয়েছেন। ধীরে ধীরে দেশের সমস্ত নাগরিকই টিকা নিতে পারবেন।

২১-এর নির্বাচনের কালীঘাটে বস্তা ভর্তি পোড়া টাকা! হুড়োহুড়ির মধ্যেই রহস্য হাতড়াচ্ছে পুলিশ২১-এর নির্বাচনের কালীঘাটে বস্তা ভর্তি পোড়া টাকা! হুড়োহুড়ির মধ্যেই রহস্য হাতড়াচ্ছে পুলিশ

English summary
1 million vaccinations in 6 days in india faster than us and uk
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X