For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ছাড়াল ৭০ হাজার, লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনা

Google Oneindia Bengali News

চিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ক্রমশই ২ হাজারের দিকে এগোচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন লাফিয়ে লাফিয়ে যেই মৃত্যুর ঘটনা ঘটছে তা থামানোর কোনও পথই যেন খুঁজে পাচ্ছে না চিন। রবিবার রাত পর্যন্ত সেদেশে এই ভাইরাসে আক্রান্ত হয়ে মোট ১৭৬৫ জন মারা গিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ৭০ হাজার ৪০০।

চিন ছাড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ইউরোপে

চিন ছাড়িয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু ইউরোপে

এদিকে করোনা ভাইরাসের জেরে মৃত্যুর ঘটনা চিন ও পূর্ব এশিয়ার সীমান্ত পাড় করেছে। দুই দিন আগেই এই ভাইরাসে আক্রান্ত হয়ে ইউরোপে একজনের মৃত্যু হয়। ৩১ ডিসেম্বর থেকে সারা বিশ্বের অন্তত ২৯ টি দেশে করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে সন্দেহ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে যাচ্ছে ক্রীড়াসূচি

করোনা ভাইরাসের জেরে পিছিয়ে যাচ্ছে ক্রীড়াসূচি

চিনে করোনা ভাইরাসে আঘাত পড়েছে আন্তর্জাতিক ক্রীড়ায়। চিনে একের পর এক স্পোর্টস ইভেন্ট পিছিয়ে দেওয়া হচ্ছে। ফুটবলে এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ পিছিয়ে দেওয়া হয়েছে এপ্রিল-মে পর্যন্ত।

করোনা সংক্রমণ রুখতে নোট পুড়িয়ে ফেলতে চলেছে চিন

করোনা সংক্রমণ রুখতে নোট পুড়িয়ে ফেলতে চলেছে চিন

এদিকে জানা গিয়েছে যে করোনা সংক্রমণ রুখতে এবার হুবেই প্রদেশের প্রায় সব কাগজের নোট পুড়িয়ে ফেলতে চলেছে চিন। এছাড়া এই ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যবহৃত সব কাগুজে নোট নষ্ট করে দেওয়া হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক।

৬০০ বিলিয়ন ইয়ান নষ্ট করবে চিন

৬০০ বিলিয়ন ইয়ান নষ্ট করবে চিন

চিনের কেন্দ্রীয় ব্যাঙ্কের ডেপুটি গভর্নর ফ্যান ইফি জানিয়েছেন, প্রায় ৬০০ বিলিয়ন ইয়ান নষ্ট করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। ইতিমধ্যেই সব ব্যাঙ্কে নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে চিন সরকার। নির্দেশিকা জারি করে বলা হয়েছে দেশের কোথাও কোনও ব্যাঙ্কে আর কোনও কাগজের নোট গ্রহন করা হবে না। নতুন নোট বাজারে ছাড়া হবে। আগামী ১৪ দিনের মধ্যে এই প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

করোনা ভাইরাসের জেরে চরম অর্থ সংকটে চিন

করোনা ভাইরাসের জেরে চরম অর্থ সংকটে চিন

চিন সরকারের এই সিদ্ধান্তে করোনার মধ্যে চরম অর্থ সংকট তৈরি হতে চলেছে চিনে। কারণ চিকিৎসার জন্য করোনা বিধ্বস্ত এলাকার বাসিন্দারা যে কাগুজে নোটগুলি ব্যবহার করছিলেন সেগুলি আর গ্রহণ যোগ্য থাকবে না। এক কথায় সেগুলি অকেজো হয়ে পড়বে। ফলে সব দিয়ে একটা সংকট তৈরি হবে।

করোনা ভাইরাসে আক্রন্ত দুই ভারতীয়

করোনা ভাইরাসে আক্রন্ত দুই ভারতীয়

করোনা ভাইরাসে আক্রন্ত হয়েছেন দুই ভারতীয়। জাপানের বাইরে একটি জাহাজে বন্দি হয়ে রয়েছেন তাঁরা। তাঁদের পরীক্ষা করে করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছে। ভারতীয় দূতাবাদের পক্ষ থেকে এই খবর নিশ্চিত করা হয়েছে। সেই জাহাজে মোট ১৩৮ জন ভারতীয় রয়েছেন। তাঁদের মধ্যে ১৩২ জন ক্রু এবং ৬ জন যাত্রী। গত একমাস ধরে জাহাজটি জাপানের উপকূেল দাঁড়িয়ে রয়েছে। এই জাহাজে রয়েছেন পশ্চিমবঙ্গের এক বাসিন্দাও।

English summary
1,765 died in coronavirus in china as nearly 70,400 affected
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X