For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পথ চলা শুরু করল ভারতের প্রথম মহিলা ব্যাঙ্ক

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

ভারতীয় মহিলা ব্যাঙ্ক
মুম্বই, ১৯ নভেম্বর: পথ চলা শুরু করল ভারতীয় মহিলা ব্যাঙ্ক (বিএমবি)। মঙ্গলবার মুম্বইতে এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মূলত মহিলাদের দ্বারা পরিচালিত এই ব্যাঙ্ক মেয়েদের আর্থিক স্বার্থরক্ষায় কাজ করবে। এই ব্যাঙ্কের প্রথম সিএমডি হয়েছেন ঊষা অনন্তসুব্রহ্মণ্যন।

চলতি অর্থবর্ষে ভারতীয় মহিলা ব্যাঙ্ক কাজ শুরু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম। সেই মোতাবেক এদিন মুম্বইয়ে ব্যাঙ্কটির যাত্রা শুরু হল। সদর দফতর থাকছে নয়াদিল্লিতে। কলকাতাতেও শাখা থাকছে। আপাতত সারা দেশে সাতটি শাখা নিয়ে কাজ শুরু করলেও ২০১৪ সালে আরও ২৫টি শাখা স্থাপিত হবে দেশের বিভিন্ন জায়গায়। তারপর প্রতি বছর ৭৫টি করে নতুন শাখা খুলবে বিএমবি। রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা মেনে গ্রামাঞ্চল বা পিছিয়ে পড়া অঞ্চলগুলিতেও ক্রমশ শাখা খুলবে বিএমবি।

কলকাতাতেও শাখা থাকছে

অ্যাকাউন্ট খোলা বা ঋণ নেওয়ার ক্ষেত্রে মেয়েদের অগ্রাধিকার দেওয়া হবে। মহিলাদের দ্বারা পরিচালিত ব্যবসা বা মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সহজ শর্তে ঋণ দেওয়া হবে। রোজগেরে মেয়েরা এখান থেকে নানা আর্থিক পরামর্শ পাবেন। তবে, এখানে পুরুষদের প্রবেশাধিকার নেই, এমন নয়। পুরুষরাও অ্যাকাউন্ট খুলতে পারবেন। পারবেন ঋণ নিতে। এই ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার পদের ৩৬ শতাংশ পুরুষদের জন্য সংরক্ষিত থাকবে।

এদিন বিএমবি-র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং, কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম, ইউপিএ চেয়ারপার্সন সোনিয়া গান্ধী প্রমুখ। সিএমডি ঊষা অনন্তসুব্রহ্মণ্যন বলেন, অন্যান্য বাণিজ্যিক ব্যাঙ্কগুলির সঙ্গে হাড্ডহাড্ডি পাল্লা দেবে বিএমবি। প্রসঙ্গত, এই ব্যাঙ্কের সিএমডি হওযার আগে তিনি যথাক্রমে কাজ করেছেন ভারতীয় জীবনবিমা নিগম, ব্যাঙ্ক অফ বরোদা এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে।

English summary
India's first women's bank starts its journey today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X