For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ ঊর্ধ্ব শিশুদের করোনা ভ্যাকসিন কবে চালু হবে, গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী জাইডাস ক্যাডিলার

এবার ১২ বছর বয়সী বা তার ঊর্ধ্ব শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য স্থির করল সরকার। কবে চালু হবে ১২ ঊর্ধ্ব শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান, তা নিয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করল জাইডাস ক্যাডিলা।

  • |
Google Oneindia Bengali News

এবার ১২ বছর বয়সী বা তার ঊর্ধ্ব শিশুদের করোনা ভ্যাকসিন দেওয়ার লক্ষ্য স্থির করল সরকার। কবে চালু হবে ১২ ঊর্ধ্ব শিশুদের করোনা ভ্যাকসিন প্রদান, তা নিয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যদ্বাণী করল জাইডাস ক্যাডিলা। জাইডাস ক্যাডিলার এমডি ডা. শারভিল প্যাটেল শনিবার জানান, তার কোম্পানি তিন ডোজের জাইকোভ-ডি টিকা শুরু করবে অক্টোবরের মাঝামাঝি।

১২ ঊর্ধ্ব শিশুদের করোনা ভ্যাকসিন কবে চালু হবে, ভবিষ্যদ্বাণী

তিনি জানান ওই টিকা ১২ বছরের বেশি বয়সী শিশুদের জন্য দেওয়া হবে। ডাইকোভ-ডি বিশ্বের একমাত্র সুই-মুক্ত কোভিড ভ্যাকসিন। সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের বা সিডিএসও, সাবজেক্ট এক্সপার্ট কমিটির সুপারিশের পর শুক্রবার তা জরুরি ব্যবহারের জন্য ডিসিজিআইয়ের অনুমোদন পেয়েছে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে, জাইডাস ক্যাডিলার এমডি বলেন, ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের ট্রায়াল করার জন্য কোম্পানির একটি পরিকল্পনা শেয়ার করেছেন। ডা. শারভিল প্যাটেল জাইডাস ক্যাডিলার সম্ভাব্য দুই-শট ভ্যাকসিন নিয়েও কথা বলেছেন। কখন ভ্যাকসিন পাওয়া যাবে? সেই প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিশুদের একটি ভ্যাকসিনের জরুরি ব্যবহারের জন্য অনুমোদন পাওয়া আমাদের জন্য গর্বের বিষয়। সেপ্টেম্বরের মাঝামাঝি বা শেষের দিকে ভ্যাকসিন রোল-আউট শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃহত্তর পরিমাণে তা মিলবে অক্টোবরের মাঝামাঝি সময় থেকে।

এরপরই প্রশ্ন করা হয়, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কী? আপনাকে ডবল ডোজ ভ্যাকসিন সম্পর্কে আরও তথ্য দিতে বলা হয়েছে। উত্তরে তিনি জানান, আমরা দুই-ডোজ ভ্যাকসিনের জন্য ইমিউনোজেনিসিটি ট্রায়াল করেছি। এছাড়াও আমরা ডবল শট ভ্যাকসিনে তুলনামূলক এবং উল্লেখযোগ্যভাবে ভালো ইমিউনোজেনসিটি দেখেছি। তাই আমরা ভবিষ্যতে কীভাবে দুই ডোজের ভ্যাকসিন তৈরি করতে পারি তা দেখার জন্য আমরা নিয়ন্ত্রক এবং এসইসিসির সঙ্গে আলোচনা করছি।

তিনি জানান, আমরা একইসঙ্গে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের ভ্যাকসিন তৈরির জন্য ট্রায়ালে আছি। পুরো ভ্যাকসিন ডেভেলপমেন্ট যাত্রা যেভাবে শুরু হয়, সেভাবেই প্রথমে প্রাপ্তবয়স্কদের মধ্যে তারপর কিশোর-কিশোরীদের জন্য এবং তারপর শিশুদের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ভ্যাকসিন। আমরা আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে ৩ থেকে ১২ বছর বয়সী শিশুদের একটি ট্রায়াল শুরু করব।

দেশের ৫০টি কেন্দ্রে পরীক্ষা চালানো হয়েছিল ১ বছরোর্ধ্ব শিশুদের ভ্যাকসিন। সামগ্রিকভাবে ২৮ হাজার স্বেচ্ছাসেবকদের উপর পরীক্ষা চালানো হয়েছিল। আমরা ১২ থেকে ১৮ বছরের ১৪০০ কিশোর-কিশোরীদের উপর পরীক্ষা করেছি। কোনও পরীক্ষাতেই আমরা ভ্যাকসিন সম্পর্কিত কোনও গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া দেখিনি।

এই ভ্যাকসিনগুলি তি ডেল্টা বৈকল্পিকের কার্যকারিতা হ্রাস করতে সক্ষম হবে? ডেল্টা বৈকল্পিকের বিরুদ্ধে এই ভ্যাকসিনটির কার্যকারিতা কী? প্রশ্নের উত্তরে জাইডাস ক্যাডিলার এমডি বলেন, আমাদের বিচারে ট্রায়াল চলাকালীন আমরা যে সমস্ত ইতিবাচক ঘটনা দেখেছি, বেশিরভাগ ইতিবাচক ক্ষেত্রে একটি সিরো-নজরদারি করেছি এবং সেগুলি সবই ডেল্টা রূপে পাওয়া গেছে। সুতরাং যখন আমরা ৬৬ শতাংশের কার্যকারিতা নিয়ে বেরিয়ে আসি, তা অবশ্যই ডেল্টা বৈকল্পিকের বিরুদ্ধে কার্যকর বলে মনে করা যেতেই পারে।

English summary
Zydus Cadila MD says rollout of Covid vaccine for children aged 12 above by mid-October is expected.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X