For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামে নিঃশব্দ বিপ্লব, কংগ্রেসকে সরিয়ে মুখ্যমন্ত্রী পদে শপথ জোরামথাঙ্গার

কংগ্রেসকে দশ বছর পরে সরিয়ে দিয়ে মিজোরামে ক্ষমতায় ফিরেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দলের প্রধান নেতা জোরামথাঙ্গা।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেসকে দশ বছর পরে সরিয়ে দিয়ে মিজোরামে ক্ষমতায় ফিরেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন দলের প্রধান নেতা জোরামথাঙ্গা। এদিন রাজ্যপাল কে রাজশেখরণের তত্ত্বাবধানে আইজলে জোরামথাঙ্গা শপথ নেন। মিজো ভাষায় শপথ নেন তিনি।

মিজোরামে মুখ্যমন্ত্রী পদে শপথ জোরামথাঙ্গার

এবারের নির্বাচনে ৪০ আসনের বিধানসভায় জোরামথাঙ্গার দল দশ বছর পর কংগ্রেসকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। মিজো ন্যাশনাল ফ্রন্ট পেয়েছে ২৬টি আসন। সেখানে কংগ্রেস পেয়েছে মাত্র ৫টি আসন।

১৯৮৭ সালের পর থেকে কংগ্রেস ও এমএনএফ পালা করে দশ বছর করে সরকারে থেকেছে। এবার দেখার এমএনএফ কতবছর ক্ষমতায় থাকে। এই রাজ্যে বিজেপিও ইতিহাস গড়ে প্রথমবার একটি আসনে জয়ী হয়েছে।

কংগ্রেসের মুখ্যমন্ত্রী লাল থানহাওলা সেরচিপ ও চম্পাই দক্ষিণ আসনে দাঁড়িয়ে দুটোতেই পরাজিত হয়েছেন। এমএনএফ পেয়েছে ৩৭.৬ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছে ৩০.২ শতাংশ ভোট।

English summary
Zoramthanga takes oath as new Chief Minister of Mizoram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X