For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মিজোরামে দশ বছর পরে পালাবদল, ক্ষমতায় আসছে এমএনএফ

মিজোরামের ভোটে এবার পালাবদলের হাওয়া। কংগ্রেসকে সরিয়ে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে স্থানীয় দল মিজো ন্যাশনাল ফ্রন্ট।

  • |
Google Oneindia Bengali News

উত্তর-পূর্ব ভারতের ছোট রাজ্য মিজোরামের ভোটে এবার পালাবদলের হাওয়া। কংগ্রেসকে সরিয়ে ফের একবার ক্ষমতায় আসতে চলেছে স্থানীয় দল মিজো ন্যাশনাল ফ্রন্ট। ২০০৮ সালে এি মিজো ফ্রন্টের হাত থেকেই ক্ষমতা ছিনিয়ে কংগ্রেস ক্ষমতায় আসে।

মিজোরামে দশ বছর পরে পালাবদল, ক্ষমতায় আসতে চলেছে স্থানীয় দল

মিজোরামের মুখ্যমন্ত্রী হন লাল থানহাওলা। তারপরে এক দশক কংগ্রেসের হাতে ক্ষমতা থাকার পরে এবার গিয়ে বদল হতে চলেছে। এমএনএফ জিতে মুখ্যমন্ত্রীর চেয়ারে বসতে চলেছেন জোরামথাঙ্গা।

[আরও পড়ুন: ফের তেলাঙ্গানার তখতে কেসিআর, বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারল না কং-টিডিপি মহাজোট ][আরও পড়ুন: ফের তেলাঙ্গানার তখতে কেসিআর, বিন্দুমাত্র প্রতিরোধ গড়তে পারল না কং-টিডিপি মহাজোট ]

এবছর মিজোরামে ৮০ শতাংশের বেশি ভোট পড়েছিল। তখনই বোঝা গিয়েছিল, সরকার বিরোধী হাওয়া বোধহয় জোরে বইতে শুরু করেছে। ভোটের ট্রেন্ডেও সেটারই প্রতিফলন মিলল। দেখা যাচ্ছে কংগ্রেস ১০টিতে ও এমএনএফ ২৫টির বেশি আসনে এগিয়ে রয়েছে। বিজেপি এগিয়ে ২টি আসনে।

[আরও পড়ুন:ছত্তিশগড়ে কংগ্রেস-বিজেপি-র হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে পড়লেন রমন সিং ][আরও পড়ুন:ছত্তিশগড়ে কংগ্রেস-বিজেপি-র হাড্ডাহাড্ডি লড়াই, পিছিয়ে পড়লেন রমন সিং ]

২০১৩ সালের ভোটে কংগ্রেস ৩০টির বেশি আসনে জিতে সরকার গড়েছিল। এমএনএফ পেয়েছিল মাত্র ৬টি আসন। সেখান থেকে এবার পুরো উলটপুরাণ হল। কংগ্রেসকে সরিয়ে মিজো ফ্রন্ট ক্ষমতা দখল করতে চলেছে।

[আরও পড়ুন: এবার ভোটের ফল জানতে বেলা গড়িয়ে যাবে, নতুন উপায়ে আরও কড়া কমিশন ][আরও পড়ুন: এবার ভোটের ফল জানতে বেলা গড়িয়ে যাবে, নতুন উপায়ে আরও কড়া কমিশন ]

English summary
Zoramthanga's party MNF set to regain power in Mizoram after 10 years of Congress rule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X