For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিরো ব্যালান্সেও মিলবে সুবিধা, এসবিআই নিয়ে এল এমনই দুর্দান্ত সুযোগ

জিরো ব্যালান্সেও মিলবে সুবিধা, এসবিআই নিয়ে এল এমনই দুর্দান্ত সুযোগ

Google Oneindia Bengali News

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার গ্রাহকদের জন্য সুখবর। এবার আর সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের অ্যাকাউন্টে মাসে টাকা রাখার ক্ষেত্রে কোনও বাধ্যবাধকতা নেই। এসবিআই এক বিবৃতিতে জানিয়েছে যে, '‌এসবিআই সিদ্ধান্ত নিয়েছে যে সমস্ত সেভিংস অ্যাকাউন্ট গ্রাহকদের জন্য অ্যাভারেজ মান্থলি ব্যালান্সে (‌এএমবি)‌ ছাড় দেওয়া হবে।’‌

জিরো ব্যালান্সেও মিলবে সুবিধা, এসবিআই নিয়ে এল এমনই দুর্দান্ত সুযোগ


এই সিদ্ধান্তের জন্য ৪৪.‌৫১ কোটি এসবিআই গ্রাহক সুবিধা পাবেন। সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রে গ্রাহকরা জিরো ব্যালান্স পরিষেবা পাবে। ত্রৈমাসিক ভিত্তিতে গ্রাহকরা এসএমএস চার্জের ওপরও ছাড় পাবে। বর্তমানে শহর ও গ্রামের এসবিআই গ্রাহকদের ক্ষেত্রে তাঁদের অ্যাকাউন্টে মাসে ৩ হাজার, ২ হাজার ও ১ হাজার টাকা করে রাখতেই হয় এএমবি। এই অর্থের কম হলেই ব্যাঙ্ক জরিমানা হিসাবে ৫ থেকে ১৫ টাকা সহ কর কেটে নিত আগে।

এটা অ্যাকাউন্ট দেখভালের চার্জ হিসাবে। এছাড়াও এসবিআই সমস্ত সেভিংস অ্যাকাউন্টধারীদের জন্য তাঁদের অ্যাকাউন্টে যৌক্তিক সুদের হারকে বছরে তিন শতাংশের করে তুলেছে। এর আগে এক লক্ষ টাকার কম অ্যাকাউন্টধারীদের জন্য বছরে ৩.‌২৫ শতাংশ উপার্জন ও ১ লক্ষের বেশি অ্যাকাউন্টধারীদের জন্য ৩ শতাংশ উপার্জনের সুযোগ ছিল।

English summary
zero balance get facility such a great opportunity with sbi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X