For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আমার আদর্শ নাথুরাম গডসে' নামক অনুষ্ঠান আয়োজন করে বরখাস্ত সরকারি আধিকারিক

'আমার আদর্শ নাথুরাম গডসে' নামক অনুষ্ঠান আয়োজন করে বরখাস্ত সরকারি আধিকারিক

Google Oneindia Bengali News

গুজরাটে সরকারি এবং বেসরকারি ছাত্রদের জন্য 'মারো আদর্শ নাথুরাম গডসে' অর্থাৎ আমার আদর্শ নাথুরাম গডসে নামক বিষয়ে একটি বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এমন ও অনুষ্ঠান আয়োজন করেই বরখাস্ত হলেন যুব উন্নয়ন আধিকারিক। তাঁকে বরখাস্ত করেছে গুজরাট সরকারের যুব পরিষেবা এবং সাংস্কৃতিক ক্রিয়াকলাপ বিভাগ। তার বিরুদ্ধে তদন্তও শুরু করা হয়েছে।

 আমার আদর্শ নাথুরাম গডসে নামক অনুষ্ঠান আয়োজন করে বরখাস্ত সরকারি আধিকারিক

ঘটনা ভালসাদ জেলার স্কুলের। জাতীর জনক মহাত্মা গান্ধীকে হত্যার দায়ে ১৯৪৯ সালে গডসেকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। নীতাবেন গাভলিক নামে, যুব উন্নয়ন আধিকারিক, পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর ছাত্রদের জন্য আয়োজিত অনুষ্ঠানের জন্য সাসপেন্ড করা হয়। অনুষ্ঠানের বিজয়ীর পুরস্কারও দেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে।

সোমবার গুজরাট সরকারের যুব সেবা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড বিভাগের অধীনে জেলা পর্যায়ের বাল প্রতিভা ষোড়স্পর্ধা (শিশু প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা) এর অংশ হিসাবে কুসুম বিদ্যালয়, একটি স্ব-অর্থায়নকৃত বিদ্যালয়ে অনুষ্ঠানটি আয়োজিত হয়েছিল। স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে যে তারা শুধুমাত্র অনুষ্ঠান আয়োজনের জন্য স্কুল প্রাঙ্গণ ধার দিয়েছিল এবং স্কুলের কেউ এতে অংশ নেয়নি।
অনুষ্ঠানে, জেলার ২৫টি বিভিন্ন সরকারি ও বেসরকারি স্কুলের আট থেকে ১২ বছর বয়সী শিক্ষার্থীরা বক্তৃতা, , লোকসংগীত, লোকগীতি, প্রবন্ধ রচনা, কোরাস সঙ্গীত, ভজন, লোকনৃত্য এবং কারুশিল্পের মতো বিভাগে অংশ নেয়। প্রভৃতি সোমবার একই দিনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও, এই প্রসঙ্গে আগে জানত না বলে জানিয়েছে।জেলা শিক্ষা দফতর। প্রবীণ কংগ্রেস নেতা অর্জুন মোধওয়াদিয়া ঘটনার নিন্দা করেছেন এবং টুইট করেছেন, 'একটি বক্তৃতা প্রতিযোগিতার নামে, এটি একটি অত্যন্ত লজ্জাজনক প্রচেষ্টা যা শিশুদের সামনে গডসেকে একজন নায়ক হিসাবে বোঝানোর জন্য চেষ্টা করা হয়েছে। এইভাবে তাদের মনে মহাত্মা গান্ধীর প্রতি ঘৃণা জন্মায়।'

English summary
youth development officer was suspended for organising a program for nathuram godse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X