For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার আপনার বাড়িও পেতে চলেছে ডিজিটাল ID নম্বর

এবার ডিজিটাল আইডি নম্বর পেতে চলেছে আপনার বাড়িও। কেন্দ্রের স্মার্ট সিটি মিশন প্রকল্পের মধ্যে এই ধরনের ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্ত করা হবে বলে খবর।

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ৪ ফেব্রুয়ারি : জিও লোকেশন ধরে বিচার করে আলাদা ডিজিটাল নম্বর বসিয়ে এবার ডিজিটাল আইডি নম্বর পেতে চলেছে আপনার বাড়িও। কেন্দ্রের স্মার্ট সিটি মিশন প্রকল্পের মধ্যে এই ধরনের ব্যবস্থাকে খুব তাড়াতাড়ি অন্তর্ভুক্ত করা হবে বলে খবর।[তাপমাত্রার পরিবর্তন বুঝবে ' কৃত্রিম ত্বক']

আধার কার্ডকে যেভাবে ডিজিটাইজড করা হচ্ছে তেমনভাবে এই উপায়ে প্রতিটি ঠিকানাকে আলাদাভাবে ডিজিটাল অ্যাড্রেস হিসাবে ধরে নেওয়া হবে। এই ধরনের ব্যবস্থা আপন করতে চলেছে বেঙ্গালুরু শহর। শহরের প্রতিটি ঠিকানা ৮ ডিজিটের 'আলফা নিউমেরিক' কোড পাবে। যার পোশাকি নাম 'স্ট্যান্ডার্ডাইজড ডিজিটাল অ্যাড্রেস নম্বর'।[আপনার স্মার্টফোনের ব্যাটারির সবচেয়ে বড় শত্রু কে? জেনে নিন]

এবার আপনার বাড়িও পেতে চলেছে ডিজিটাল ID নম্বর

পরে সমস্ত ঠিকানাকে একজায়গায় এনে তা প্রকাশ্যে আনা হবে। এমনটাই জানিয়েছেন স্মার্ট সিটি প্রকল্পের নোডাল অফিসার মুরলীধর তারুবেকেরে। এই নতুন ডিজিটাল নম্বর পেয়ে গেলেই প্রতিটি বাড়িকে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেমে ট্যাগ করে নেওয়া যাবে।[নতুন নোটে থাকবে এমন প্রযুক্তি যার মাধ্যমে ট্র্যাক করা যাবে টাকার লোকেশন!]

ফলে সেগুলিকে চাইল সহজেই গুগল ম্যাপে দেখা যাবে। আর এব্যাপারে সারা দেশে বেঙ্গালুরুই স্মার্ট সিটি প্রতিযোগিতায় সবার আগে যোগ্যতা অর্জন করেছে। বেঙ্গালুরু পুরসভা যে ম্যাপ ও নথি তৈরি করবে তাতে ঠিকানা সহ বাড়ির মালিকের নাম, করের পরিমাণ, কতটা জায়গা রয়েছে, এই সবই উল্লিখিত থাকবে। এর ফলে ঠিকানা খোঁজা আরও বেশি সহজ হবে।[বন্ধ বইয়ের পাতাও এবার পড়ে নেওয়া যাবে সহজে! নেপথ্যে ভারতীয় বিজ্ঞানী]

প্রাথমিকভাবে শহরের ২ লক্ষ বাড়িতে এই পাইলট প্রকল্প চালানো হবে। ধীরে ধীরে তা আরও ছড়িয়ে দেওয়া হবে। কেউ সম্পত্তি কর না দিলে অথবা অন্য কোনও বকেয়া না মেটালে একেবারে সহজেই তাদের চিহ্নিত করা যাবে। তাছাড়া এই প্রকল্পের আওতায় টিয়ার-২ শহরগুলিকেও আগামিদিনে অন্তর্ভুক্ত করা হবে বলে জানা গিয়েছে।

English summary
Soon each address in the city will be assigned an eight-digit alphanumeric code. It will be called the 'standardised digital address number'.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X