For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভোট পরবর্তী সমীক্ষাতেও যুব সম্প্রদায়ের পছন্দ বিজেপির দিকেই

দেশের যুব ভোটাররা বিজেপিকে বেছে নিয়েছে। ভোট পরবর্তী সমীক্ষায় এমনটাই উঠে এসেছে। পাঁচ বছরের শাসনকালের বিভিন্ন সময়ে সরকারকিংবা বিজেপি তরফে নানা প্রচার সূচির ব্যবস্থা করা হয়েছিল।

Google Oneindia Bengali News

দেশের যুব ভোটাররা বিজেপিকে বেছে নিয়েছে। ভোট পরবর্তী সমীক্ষায় এমন তথ্যই উঠে এসেছে। পাঁচ বছরের শাসনকালের বিভিন্ন সময়ে সরকার কিংবা বিজেপি তরফে নানা প্রচার সূচির ব্যবস্থা করা হয়েছিল। প্রধানমন্ত্রী মোদীও বিষয়টির দিকে নজর দিয়েছিলেন। হিন্দু-সিএসডিএস-লোকনীতির তরফে এই সমীক্ষা করা হয়।

প্রচার মূলক কর্মসূচি

প্রচার মূলক কর্মসূচি

২০১৪-র পরবর্তী সময়ে দেখা গিয়েছিল যুব ভোটারদের বেশিরভাগই বিজেপির সমর্থক। দলের তরফ থেকে এই সব ভোটারদের আকৃষ্ট
করতে চেষ্টা হয়েছে বারবার। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে নানা রকমের প্রচারমূলক কর্মসূচিও নেওয়া হয়েছিল এইসব ভোটারদের
লক্ষ্য করে। 'ইয়ুথ উইথ মোদী' নামে ডিজিটাল প্রচার সূচি নেওয়া হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। অন্যদিকে, বিজেপির যুব শাখা ভারতীয় জনতা
যুব মোর্চা 'মোদী যুব শক্তি' নাম দিয়ে আলাদা করে প্রচার চালিয়েছিল। কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিজেপি সরকারের প্রকল্পগুলি নিয়ে
প্রচার চালানো হয়েছিল।

অন্যদিকে প্রধানমন্ত্রী নির্বাচনের অনেক আগে থেকেই যুবকদের দিকে নজর দিয়েছিলেন। ২০১৭-র ১৫ অগাস্টের ভাষণে প্রধানমন্ত্রী বলেছিলেন, ২০১৮-র শুরুতেই
যাঁরা ১৮-য় পা দিচ্ছেন, তাঁরা অবশ্যই ভোটরা হিসেবে নাম নথিভুক্ত করবেন।

ভোট পরবর্তী সমীক্ষায় এগিয়ে বিজেপি

ভোট পরবর্তী সমীক্ষায় এগিয়ে বিজেপি

বিভিন্ন বয়সের যুবকদের মধ্যে ভোট পরবর্তী সমীক্ষায় এগিয়ে রয়েছে বিজেপিই। ১৮-২২ বছর বয়সীদের মধ্যে বিজেপির পক্ষে সাড়া দেওয়াদের হার ৪১ শতাংশ। যেখানে কংগ্রেস এবং অন্যরা যথাক্রমে ২০ ও ২৮ শতাংশ।
২৩ থেকে ২৭ বছর বয়সীদের মধ্যে বিজেপির প্রতি আনুগত্যের হার ৪০ শতাংশ। ২৮-৩৫ বছরের মধ্যে বিজেপির প্রতি আনুগত্যের হার ৩৯ শতাংশ। ৩৬-৪৫ বছরের
মধ্যে বিজেপির প্রতি আনুগত্যের হার ৩৭ শতাংশ, ৪৬-৫৫ বছর বয়সীদের মধ্যে আনুগত্যের হার ৩৬ শতাংশ।

ভোট পরবর্তী সমীক্ষার তুলনা (২০১৪ ও ২০১৯)

ভোট পরবর্তী সমীক্ষার তুলনা (২০১৪ ও ২০১৯)

বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে ২০১৪ ও ২০১৯-এর ভোট পরবর্তী সমীক্ষার তুলনা করলে দেখা যাচ্ছে প্রায় প্রত্যের ক্ষেত্রেই বিজেপির প্রতি সমর্থন বেড়েছে। উচ্চবর্ণের যুবকদের
মধ্যে বিজেপির প্রতি আনুগত্যের হার ২০১৪ সালে ছিল ৫৩ শতাংশ এবং ২০১৯-এ রয়েছে ৫৬ শতাংশ। পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে উচ্চ শ্রেণির ক্ষেত্রে ২০১৪ ও ২০১৯-এর
আনুগত্যের হার যথাক্রমে ৩৬ ও ৪৫ শতাংশ। পিছিয়ে পড়া শ্রেণির মধ্যে নিম্ন শ্রেণির ক্ষেত্রে ২০১৪ ও ২০১৯-এর আনুগত্যের হার যথাক্রমে ৪৪ ও ৫৮ শতাংশ। দলিত যুবকদের মধ্যে আনুগত্যের হার যথাক্রমে ২৮ ও ৩৫ শতাংশ। আদিবাসী যুবকদের মধ্যে আনুগত্যের হার যথাক্রমে ৩৭ ও ৪৬ শতাংশ। মুসলিম যুবকদের মধ্যে আনুগত্যের হার ২০১৪ ও ২০১৯-এ
যথাক্রমে ৮ ও ৭ শতাংশ। অন্যধর্মের যুবকদের মধ্যে আনুগত্যের হার যথাক্রমে ২২ ও ১১ শতাংশ। গ্রামীণ যুবকদের মধ্যে আনুগত্যের হার যথাক্রমে ৩৪ ও ৪০ শতাংশ।

English summary
Young voters choose BJP than others, tells Post Poll survey. Prime Minister Narendra Modi started focusing on the youth much before the election and urged them to get registered as voters.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X