For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মানসিক সমস্যা নিয়ে জিজ্ঞাসা দেশে ক্রমেই বাড়ছে যুব সমাজের মধ্যে! অশনি সংকেত এল নয়া সমীক্ষায়

মানসিক সমস্যা নিয়ে জিজ্ঞাসা দেশে ক্রমেই বাড়ছে যুব সমাজের মধ্যে! অশনি সংকেত এল নয়া সমীক্ষায়

  • |
Google Oneindia Bengali News

ভারতের তাবড় ইন্টিগ্রেটেড হেল্থ কেয়ার সংস্থা প্র্যাক্টো একটি সাম্প্রতিক সমীক্ষায় এক উদ্বেগজনক তথ্য তুলে ধরেছে। দেশের যে সমীক্ষায় দেখা গিয়েছে গতবছরে তুলনায় ৬৬৫ শতাংশ যুবক যুবতী মানসিক সমস্যা নিয়ে কৌতূহলে ভুগছেন। আরও কিছু পরিসংখ্যান প্রকাশ্যে এসেছে।

 ভারতে মানসিক সমস্যা নিয়ে কৌতূহলী যুব সমাজ

ভারতে মানসিক সমস্যা নিয়ে কৌতূহলী যুব সমাজ

উদ্বেগের বার্তা দিয়ে ভারতে যুব সমাজ নিয়ে বড়সড় বক্তব্য রেখেছে প্র্যাক্টো। তাদের সমীক্ষায় দেখা গিয়েছে গতবছরে তুলনায় ৬৬৫ শতাংশ যুবক যুবতী মানসিক সমস্যা নিয়ে কৌতূহলে ভুগছেন। যা তারও আগের বছরের তুলনায় ৫ শতাংস বেশি। সমীক্ষা বলছে ২১ থেকে ২৪ বছরের বয়সীদের মধ্যে এই নিয়ে প্রশ্ন ,কৌতূহল বেশি।

 কী কী প্রশ্ন জাগছে যুবকদের মধ্যে?

কী কী প্রশ্ন জাগছে যুবকদের মধ্যে?

বাইপোলার ডিসঅর্ডার, কৌতূহল, প্যানিক অ্যাটাক, এই সমস্ত বিষয় সম্পর্কীয় প্রশ্ন বারবার উঠছে যুব সমাজের মধ্যে। এঁরা ইন্টারনেটে অবসাদ সংক্রান্তও বহু কিছু জানবার চেষ্টা করছে।

কিছু পরিসংখ্যান

কিছু পরিসংখ্যান

ভারতে যেগুলি মেট্রো সিটি ন, তেমন শহর থেকে আসছে ৩৫ শতাংশ প্রশ্ন, মানসিক সমস্য়া নিয়ে ৬৫ শতাংশ কৌতূহলের চিহ্ন মিলেছে মেট্রো শহর থেকে। পুরুষ আর মহিলাদের মধ্যে বিভেদে দেখা গিয়েছে ৭০ শতাংশ পুরুষ মানসিক সমস্যা নিয়ে প্রশ্ন, জিজ্ঞাসা বা কৌতূহল রাখেন ভারতে।

শহর কেন্দ্রিক তথ্য়

শহর কেন্দ্রিক তথ্য়

বেশির ভাগ প্রশ্ন মেট্রো শহরে , দিল্লি এনসিআর, বেঙ্গালুরু, মুম্বই, হায়দরাবাদ, চেন্নাই , পুনে কলকাতা থেকে আসছে। বাকি নন মেট্রো সিটিতে প্রশ্ন আসছে হুবলি, কানপুর, আমেদাবাদ, ভুবনেশ্বর, লখনউ, চন্ডিগড়, জয়পুর, আমেদাবাদ নিয়ে।

গত ৬ মাসে কী ঘটেছে?

গত ৬ মাসে কী ঘটেছে?

গত ৬ মাসে দেখা গিয়েছে, প্রাক্টোর কাছে মানসিক সমস্যা নিয়ে বহু মানুষ এসেছেন। লকডাউনের মধ্যে অবসাদ ও কৌতূহল জনিত সমস্যা নিয়ে ক্রমেই মানুষ আসতে শুরু করেছেন সাহায্য় চেয়ে। গত ৬ মাসে এই সমস্যায় ভুগতে থাকা মানুষের সংখ্যা ১৮০ শতাংশ বেড়েছে। সোশ্যাল ডিসটেন্সিং এর ফলে আলাদা থাকার জেরে বহু মানুষ এমন সমস্যায় ভুগছেন বলে প্র্যাক্টোর দাবি।

পরমাণু যুদ্ধের দামামা! উত্তর কোরিয়ার অস্ত্রাগার থেকে বেরিয়ে এল 'মিসাইল', সেনা-প্যারেড বিশ্বের ফোকাসপরমাণু যুদ্ধের দামামা! উত্তর কোরিয়ার অস্ত্রাগার থেকে বেরিয়ে এল 'মিসাইল', সেনা-প্যারেড বিশ্বের ফোকাস

English summary
Young adults account for 60% of all mental health queries reveals Practo Insights
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X