For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'তুমিই আমার হিরো',রাজীবের মৃত্যুদিবসে 'অগ্নিপথ' স্মরণ করে আবেগঘন রাহুল-প্রিয়ঙ্কা

২১ মের অভিশপ্ত দিনকে ভুলতে পারেনি এদেশ। যেদিন শ্রীলঙ্কার তামিল সংগঠন এলটিটিই-র আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর।

Google Oneindia Bengali News

২১ মের অভিশপ্ত দিনকে ভুলতে পারেনি এদেশ। যেদিন শ্রীলঙ্কার তামিল সংগঠন এলটিটিই-র আত্মঘাতী বিস্ফোরণে মৃত্যু হয় দেশের তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর। ২০১৯ সালে রাজীব গান্ঘীর ২৮ তম মৃত্যুবার্ষিকীতে ফের একবার উস্কে গিয়েছে সেদিনের সেই রক্তাক্ত ঘটনার স্মৃতি। এদিন, রাজীব কন্যা প্রিয়ঙ্কা ও পুত্র রাহুল আবেগঘন হয়ে পড়েন।

বাবা তুমিই আমার হিরো,রাজীবের মৃত্যুদিবসে অগ্নিপথ স্মরণ করে আবেগঘন রাহুল-প্রিয়ঙ্কা

একটা সময়, গান্ধী পরিবারের সঙ্গে বচ্চন পরিবারের সম্পর্ক কতটা নিবিড় ছিল তা এদেশের রাজনৈতিক ইতিহাস দেখেছে। যদিও একটা সময় পর সেই সম্পর্কের মাঝে দূরত্ব জায়গা করে নিয়েছিল। তবে বহু বছর পর বচ্চন পরিবারের অন্যতম প্রসিদ্ধ 'নাম' হরিবংশ রাই বচ্চনের লেখা 'অগ্নিপথ' কবিতাটি উল্লেখ করে সেই পুরনো স্মৃতি উস্কে দেন রাজীব কন্যা প্রিয়ঙ্কা। এদিন, রাজীব গান্ধীর মৃত্যু দিবসে তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে সেই কবিতা উৎসর্গ করে প্রিয়ঙ্কা টুইট করেন ' তুমিই আমার হিরো থাকবে'। সঙ্গে রাজীবের সঙ্গে প্রিয়ঙ্কার একটি ছোটবেলার ছবিও পোস্ট করেন এই কংগ্রেস নেত্রী।

কয়েকদিন আগেই রাজীব গান্ধীকে নিয়ে একটি মন্তব্যে রাহুলকে নিশানা করে মোদী বলেন,' তোমার বাবা জীবনের শেষ দিন পর্যন্ত দুর্নীতিবাজ নং ১ হিসাবে পরিচিত ছিলেন।' সেই প্রসঙ্গকেই খানিকটা খোঁচা দিয়ে রাহুল এদিন , বাবাব রাজীবের প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে টুইট বার্তায় লেখেন, ' আমার বাবা আমায় শিখিয়েছেন ভালোবাসতে, শ্রদ্ধা করতে সবাইকে। কাউকে কখনও ঘৃণা না করতে। আর ক্ষমা করে দিতে।'

English summary
You'll Always Be My Hero, Rahul, Priyanka Remember Father Rajiv Gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X