For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাতিল ট্রেনের টিকিটে এবার চড়া যাবে বিমানে! কীভাবে মিলবে সুযোগ

রাজধানী এক্সপ্রেসের টিকিট কনফার্মড না হলে নিখরচায় বিমানে চড়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা।

  • |
Google Oneindia Bengali News

রেলযাত্রাকে এবার বিমানযাত্রার সঙ্গে জুড়ে দিতে চাইছে কেন্দ্র। রাজধানী এক্সপ্রেসের টিকিট কনফার্মড না হলে নিখরচায় বিমানে চড়ে গন্তব্যে পৌঁছতে পারবেন যাত্রীরা। রাজধানীর এসি ফার্স্ট ক্লাস ও এসি ২টিয়ারের টিকিট কাটা যাত্রীরাই এই সুবিধা পাবেন বলে রেল সূত্রে জানা গিয়েছে।

এবার রেলের টিকিট কনফার্মড না হলে বিমানে চড়তে পারবেন নিখরচায়

গতবছরে এয়ার ইন্ডিয়ার চেয়ারম্যান থাকা অবস্থায় এই প্রস্তাব দেন অশ্বিনী লোহানি। সেইসময়ে রেল কোনও সাড়া দেয়নি। এখন তিনি রেল বোর্ডের চেয়ারম্যান। তিনি এবার প্রস্তাবের খসড়া তৈরি করেছেন। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ প্রস্তাবে সাড়া দিলেই নতুন নিয়ম চালু হয়ে যাবে।

রেলে যাতায়াত করা রাজধানীর অনেক যাত্রী প্রতিদিন অনিশ্চিত টিকিটের কারণে রেলযাত্রা করতে পারেন না। যত টিকিটের চাহিদা থাকে তার চেয়ে রেলের আসন কম থাকে। যার ফলে সকলের টিকিট কনফার্ম করা যায় না। এই অবস্থায় বদলাতেই উদ্যোগী হয়েছে রেল।

রাজধানীর এসি ২টিয়ারের ভাড়া আর বিমানের ভাড়া প্রায় সমান থাকে। ফলে বিমানে যাত্রীদের যাতায়াতের সুবিধা করে দিতে পারলে তা বেশ অভিনব হবে। এয়ার ইন্ডিয়ার সংষ্কার নিয়ে কেন্দ্র নতুন করে উদ্যোগী হয়েছে। সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই রেলের সঙ্গে বিমানযাত্রাকে জুড়ে দেওয়া যাবে।

English summary
You could soon opt to fly if Rajdhani ticket’s not confirmed, says Railways sources
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X