For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার যোগীর রাজ্যেও মদের অবৈধ কারবার নিয়ন্ত্রণে কড়া আইন, রয়েছে মৃত্যুদণ্ডের সংস্থানও

মদের অবৈধ কারবারীদের মৃত্যুদণ্ড দিতে ক্যাবিনেটে আইন বদলের প্রস্তাব গৃহীত হল উত্তরপ্রদেশ ক্যাবিনেটে। অবৈধ মদের কারবারীদের কড়া শাস্তি দিতে ১০৭ বছরের আইন বদল হতে চলেছে যোগীর রাজ্যে

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

অবৈধ মদের কারবারীদের মৃত্যুদণ্ড দিতে ক্যাবিনেটে আইন বদলের প্রস্তাব গৃহীত হল উত্তরপ্রদেশ ক্যাবিনেটে। অবৈধ মদের কারবারীদের কড়া শাস্তি দিতে ১০৭ বছরের আইন বদল হতে চলেছে যোগীর রাজ্যে। গুজরাতের পর উত্তরপ্রদেশ হল দ্বিতীয় রাজ্য যেখানে মদের অবৈধ কারবার নিয়ন্ত্রণে কড়া আইন তৈরি করা হল।

এবার যোগীর রাজ্যেও মদের অবৈধ কারবার নিয়ন্ত্রণে কড়া আইন

এক সরকারি আধিকারিক জানিয়েছেন, ১৯১০-এর ইউপি এক্সাইজ অ্যাক্ট সংশোধন করে কঠোর ধারা যুক্ত করার প্রস্তাব ক্যাবিনেটে গৃহীত হয়েছে। আইনে নতুন ৬০এ ধারা অন্তর্ভুক্ত করা হয়েছে। অবৈধ মদের কারবারের কারণে কারও মৃত্যু হলে কিংবা স্থায়ী ভাবে কেউ অক্ষম হয়ে গেলে আজীবন কারাদণ্ড, ১০ লক্ষ টাকা জরিমানা কিংবা উভয় শাস্তি কিংবা মৃত্যুদণ্ডের সংস্থান রাখা হয়েছে ওই সংশোধনীতে। রাজ্য মন্ত্রিসভার আইন পাশের পর তা রাজ্যপালের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে।

এবার যোগীর রাজ্যেও মদের অবৈধ কারবার নিয়ন্ত্রণে কড়া আইন

বিজেপি সরকারের তরফে জানানো হয়েছে, ইউপি এক্সাইজ অ্যাক্ট, ১৯১০-এ যে সমস্ত আইনি সংস্থান রয়েছে তা খুবই পুরনো। একইসঙ্গে অবৈধ মদ তৈরি এবং পাচার বন্ধ করতেই সরকারি উদ্যোগ। সরকার জানিয়েছে, অবৈধ মদ সরকারের রাজস্ব আদায়েও বাধা হয়ে দাঁড়াচ্ছে। ২০১৬-১৭ সালে এক্সাইজ খাতে উত্তরপ্রদেশ সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১৪,২৭২ কোটি টাকা।

English summary
The UP government plans death penalty for illicit liquor manufacturers. The government will amend various sections of UP Excise Act, 1910 to punish the guilty with life imprisonment of Rs. 10 lakh penalty or both or capital punishment in case of a death or a permanent disability caused to a person after consuming illicit liquor.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X