For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগরিকত্ব আইনের প্রতিবাদে অগ্নিগর্ভ উত্তরপ্রদেশ, পুলিশের প্রশংসায় পঞ্চমুখ যোগী

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদীদের বিরুদ্ধে উত্তরপ্রদেশ সরকারের পদক্ষেপের পক্ষে সওয়াল করতে দেখা গেল যোগী আদিত্যনাথকে। বর্তমানে অশান্তি ঠেকাতে পুলিশের ভূমিকা প্রতিটি আন্দোলনকারী 'হতচকিত' করে দিয়েছে বলেও মত তাঁর।

নাগরিকত্ব আইনের প্রতিবাদ ঠেকাতে পুলিশের প্রশংসায় পঞ্চমুখ যোগী

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দফতর থেকে করা একটি টুইট বার্তায় লেখা হয়েছে, “প্রত্যেক দাঙ্গাবাজেরা এখন হতবাক। প্রত্যেক ঝামেলাকারীও হতবাক। যোগী আদিত্যনাথ সরকারের কঠোরতা দেখে সকলেই চুপ করে গেছেন। মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যারা সাধারণ মানুষের সম্পত্তির ধ্বংস করেছেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে। প্রত্যেক সহিংস প্রতিবাদকারী এখন কাঁদবে কারণ উত্তর প্রদেশে যোগী সরকার রয়েছে।”

বর্তমানে উত্তরপ্রদেশের পুলিশ ও প্রশাসনের ভূমিকাকে দেশজুড়ে নাগরিকত্ব আইন ঠেকাতে অন্যতম 'উজ্জ্বলতম নিদর্শন’ হিসাবেও দাবি করা হয়েছে অপর একটি টুইটে।

এদিকে নাগিরকত্ব আইনের প্রতিবাদের জেরে অগ্নিগর্ভ গোটা উত্তরপ্রদেশই। ইতিমধ্যেই গোটা রাজ্যে মৃতের সংখ্যা ২১ ছাড়িয়েছে। পাশাপাশি একাধিক জায়গায় অশান্তির ঘটনায় গ্রেফতার ১১০০-র বেশি। একইসাথে আটক করা হয়েছে ৫,৫০০ জন। চলতি সপ্তাহে ইন্টারনেট বন্ধ করা হয়েছে ২১টি জেলায়।

রাজ্য পুলিশ শুক্রবার জানিয়েছে যে তারা একাধিক জায়গায় অশান্তি ও ভাঙচুরের ঘটনায় এখনও পর্যন্ত ৪৯৮ জনকে সনাক্ত করেছে, যাদের মধ্যে ১৪৮ জন মেরুটের বাসিন্দা। এদের প্রত্যেকেই ক্ষতিপূরণ দিতে বলা হবে। অন্যদিকে উত্তরপ্রদেশ পুলিশ সূত্রে খবর, সিএএ-র প্রতিবাদে বিভিন্ন জায়গায় অশান্তির ঘটনায় এখনও পর্যন্ত ১২৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি অশান্তি ঠেকাতে আরও প্রায় ৫,৫৫৮ জনকে আটকও করা হয়েছে।

English summary
Yogi praises the police for preventing citizenship demonstrations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X