For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মসজিদের নামে নামকরণ করা হল করোনা হটস্পটের! বিজেপি শাসিত রাজ্য় ঘিরে তোলপাড়

মসজিদের নামে নামকরণ করা হল করোনা হটস্পটের! বিজেপি শাসিত রাজ্য় ঘিরে তোলপাড়

  • |
Google Oneindia Bengali News

দেশের একাধিক জায়গায় করোনা আক্রামণের জেরে , দেশকে রেড, গ্রিন, অরেঞ্জ জোনে ভাগ করা হয়েছে। এবার এলাকার হটস্পট গুলি নিয়েও রাজ্য প্রশাসন স্তরে একাধিক পদক্ষেপ গৃহিত হয়েছে। এদিকে, বিজেপি শাসিত যোগী রাজ্যে লখনউয়ের হটস্পটগুলির নামকরণ করা হয়েছে। যার জেরে চাঞ্চল্য চরে উঠছে।

লখনউতে কীভাবে চিহ্নিত হটস্পট?

লখনউতে কীভাবে চিহ্নিত হটস্পট?

লখনউয়ের সর্দার বাজারের নাম 'মাজিদ আলি জান ও তার সংলগ্ন এলাকা'। এমনভাবেই যোগীরাজ্যে করোনায় আক্রান্ত নবাবের শহর লখনউতে হটস্পটের নামকরণ হচ্ছে। যা ঘিরে ফের একবার তোলপাড় শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

হটস্পট ও তার নামকরণ

হটস্পট ও তার নামকরণ

লখনউয়ের ত্রিবেণী নগর এখন 'খজুরওয়ালি মসজিদ ও সংলগ্ন এলাকা', ওয়াজিরগঞ্জ 'মহম্মদিয়া মসজিদ ও তার সংলগ্ন এলাকা' নামে পরিচিতি পাচ্ছে। এভাবেই সেখানের কোভিড ১৯ হটস্পটকে যোগী সরকারের পুলিশ চিহ্নিত করছে।

বিরোধীদের তোপ

বিরোধীদের তোপ

এমনভাবে হটস্পটের নামকরণে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ তুলেছে উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টি থেকে কংগ্রেস। বিরোধীদের দাবি, যোগী সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে , এমনভাব মানুষের নজর পরিস্থিতি থেকে সরিয়ে নিচ্ছে।

 যোগী সরকারের বক্তব্য

যোগী সরকারের বক্তব্য

এদিকে, বিরোধীদের অভিযোগের পর যোগী সরকারের বক্তব্য, সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নয়, কেবলমাত্র এলাকাগুলিকে চিহ্নিত করতেই এমন পদক্ষেপ। এছাড়া কোনও উদ্দেশ্য নেই এমন পদক্ষেপের নেপথ্যে।

মোদী-রাজ্য গুজরাটে বিপরীত চিত্র, লকডাউন বাড়লেও মুক্তি মিলছে না পরিযায়ী শ্রমিকদেরমোদী-রাজ্য গুজরাটে বিপরীত চিত্র, লকডাউন বাড়লেও মুক্তি মিলছে না পরিযায়ী শ্রমিকদের

English summary
Yogi Govt Named Covid 19 hotspots of Lucknow in name of Mosques
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X