For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগী সরকার তাঁর মুখ বন্ধ করতে চাইছে! চাঞ্চল্যকর অভিযোগ মৃত হিন্দু সমাজ নেতার স্ত্রীর

টাকা দিয়ে উত্তর প্রদেশের যোগী সরকার তাঁর মুখ বন্ধ করতে চাইছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তর প্রদেশে মৃত হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারির স্ত্রী।

  • |
Google Oneindia Bengali News

টাকা দিয়ে উত্তর প্রদেশের যোগী সরকার তাঁর মুখ বন্ধ করতে চাইছে। এমনই চাঞ্চল্যকর অভিযোগ করলেন উত্তর প্রদেশে মৃত হিন্দু সমাজ পার্টির নেতা কমলেশ তিওয়ারির স্ত্রী। দিন চারেক আগে উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ঘোষণা করেছে, কমলেশ তিওয়ারির পরিবারকে ১৫ লক্ষ টাকা সাহায্য করা হবে। এরপরেই এই মন্তব্য যথেষ্টই চাঞ্চল্যকর।

যোগী সরকার তাঁর মুখ বন্ধ করতে চাইছে! চাঞ্চল্যকর অভিযোগ মৃত হিন্দু সমাজ নেতার স্ত্রীর

লখনৌয়ে কমলেশ তিওয়ারির স্ত্রী কিরণ তিওয়ারি বলেছেন, সরকার টাকা দিয়ে তাঁর মুখ বন্ধ করতে চাইছে। কিন্তু তিনি চুপ করে বসে থাকবেন না। যোগী আদিত্যনাথের সরকার কমলেশ তিওয়ারির পরিবারকে যে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেছে, তা নিয়ে হতাশা ব্যক্ত করেছেন কিরণ তিওয়ারি। বুধবার সরকার জানায় ১৫ লক্ষ টাকা এবং সীতাপুরের মাহমুদাবাদে যেখানে কমলেশ তিওয়ারির বাড়ি, সেখানে একটি বাড়িও দেওয়া হবে।

কিরণ তিওয়ারি জানিয়েছেন, যদিও তাদের কোনও নেতা জঙ্গি হামলার শিকার হন, তাহলে তিনি ১৫ লক্ষের সঙ্গে আরও ১৫ লক্ষ টাকা দিয়ে চেক ফেরত দেবেন। তাঁর অভিযোগ লখনৌয়ে কমলেশ তিওয়ারি মূর্তি বসানোর দাবি উপেক্ষা করা হয়েছে। পাশাপাশি খুরেশদবাগের নাম কমলেশবাগ করার দাবিও উপেক্ষা করা হয়েছে।

বিতর্কিত হিন্দু সমাজ নেতার খুনের একসপ্তাহের বেশি সময় পর দলের তরফ থেকে কিরণ তিওয়ারিকে ওই গেরুয়া সংগঠনের সভাপতি করা হয়েছে। কিরণ বলেছেন, কমলেশ তিওয়ারির হিন্দু রাষ্ট্রের স্বপ্ন পূরণে তিনি কাজ করবেন।

কিরণ তিওয়ারির অভিযোগ, পুলিশ প্রশাসনের সুরক্ষায় ঘাটতির জন্যই তাঁর স্বামীকে মরতে হয়েছে। তাঁর স্বামীকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন কিরণ তিওয়ারি।

গুজরাতের অ্যান্টি টেররিজম স্কোয়াড মঙ্গলবার দুজনকে গ্রেফতার করেছে। এছাড়াও উত্তরপ্রদেশ পুলিশও বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে। যদিও হিন্দু সমাজ পার্টির তরফে সাধারণ সম্পাদক রাজেশ মনি ত্রিপাঠি তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। তদন্তে অনেক কিছুই এখনও অস্পষ্ট বলে মন্তব্য করেছেন তিনি।

 বেকারত্ব ঘোচাতে উপায়! কবে থেকে আয়ের চিন্তা করা উচিত, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বেকারত্ব ঘোচাতে উপায়! কবে থেকে আয়ের চিন্তা করা উচিত, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

English summary
Yogi Govt is trying to shut her mouth, alleged slain Hindu Samaj leader Kamlesh Tiwari. Four days back UP Govt announced an ex gtatia relief of 15 lakh to Kamlesh Tiwari's wife.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X