For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লখিমপুর খিরির জেলাশাসক অপসারিত, ১২ জন আইএএস অফিসারকে নিয়ে কোন পদক্ষেপ যোগী সরকারের

  • |
Google Oneindia Bengali News

লখিমপুরখিরি কাণ্ডের এক মাস কেটে যেতে চলেছে । ঘটনা আপাতত সুপ্রিম কোর্টে মামলাধীন। এদিকে, পরিস্থিতি নিয়ে ক্রমাগত সমালোচনার মুখে পড়ে কোণঠাসা হয়েছে যোগী সরকার। ঘটনা মূল অভিযুক্ত মন্ত্রী পুত্র আশিস মিশ্র গ্রেফতার হলেও যোগী সরকারের সমালোচনায় মুখর বিরোধীরা। এদিকে, এই পরিস্থিতির মাঝে ১২ জন আইএএস অফিসারকে বদলির পাশাপাশি যোগী সরকার লখিমপুর খিরি এলাকার জেলাশাসককে অপসারণ করেছে বলে খবর।

লখিমপুর খিরির জেলাশাসক অপসারিত, ১২ জন আইএএস অফিসারকে নিয়ে কোন পদক্ষেপ যোগী সরকারের

ঘটনা অক্টোবর মাসের ৩ তাারিখের। সেই দিন নেপাল সংলগ্ন উত্তরপ্রদেশের গ্রাম লখিমপুর খিরিতে কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রর সফর ছিল। আর এমন এক দিনে, মন্ত্রীরা গ্রামে প্রবেশ করতেই তাঁদের দেখে কেন্দ্রের তিনটি কৃষি আইনের বিরোধিতায় নামেন স্থানীয় কয়েকজন কৃষক। বিক্ষোভরত কৃষকদের ওপর দিয়ে তাঁদের পিষে চলে যেতে দেখা যায় এক গাড়িকে। ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়। মুহূর্তে মৃত্যুর কোলে ঢোলে পড়েন অনেকেই। ঘটনার চার কৃষক সহ ৮ জনের মৃত্যু হয়। ঘটনার মূল অভিযুক্ত মন্ত্রীপুত্র আশিস মিশ্র গ্রেফতার হন। এমন অবস্থায় লযখিপুর খিরির জেলাশাসককে পদ থেকে সরানো হয়েছে বলে খবর। এদিকে একই সঙ্গে উত্তর প্রদেশের ১২ জন আইএএস অফিসারকে এই ইস্যুর পর বদলি করা হয়েছে। প্রসঙ্গত সামনেই ২০২২ উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে যোগী সরকারের এমন পদক্ষেপ বেশ তাৎপর্যপূর্ণ বলে অনেকেই মনে করছেন।

উল্লেখ্য, এই ঘটনায় অভিযুক্তের তালিকায় ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্র। উত্তরপ্রদশ নির্বাচনের আগে লখিমপুর খিরি মামলা নিয়ে বিরোধীরা সরব হতেই উত্তরপ্রদেশ সরকার একাধিক ব্যবস্থা নিতেে শুরু করে দিয়েছে। এদিকে উত্তর প্রদেশের লখিমপুর কাণ্ডের ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে সুপ্রিম কোর্ট। সই ইস্যুতে চলেছে শুনানি। ইতিমধ্যেই যোগী সরকারকে নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে লখিমপুর কাণ্ডে যাঁরা প্রত্যক্ষদর্শী, তাঁদের যেন নিরাপত্তা সুনিশ্চিত করে সরকার। এই মর্মে আর একাধিক বার্তা যোগী সরকারকে দিয়েছে কেন্দ্র। ১২ জন আইএএস অফিসারের বদলি সহ কানপুর ও আগ্রার পুলিশের ইনসপেক্টার জেনারেলকে বদলির কথা বলেছে যোগী সরকার। ত্রিভূবন সিং, রাজেশ কুমার শ্রীবাস্তব সহ অনেককেই তাঁদের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কানপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার হয়েছেন রামসেবক গৌতম। তেমনই উত্তরপ্রদেশ পাওয়ার কর্পোরেশন থেকে শুরু করে পুলিশের অভ্যান্তরে ব্যপক রদবদল করেছে যোগী সরকার। এদিকে , যে ১২ জন আইএমএস অফিসারকে বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে অমেথির জেলাশাসক, হরিমপুরের জেলাশাসকরাও রয়েছেন। ফলে এই রদবদল উত্তরপ্রদেশের একাধিক জেলার ক্ষেত্রে যে গুরুত্বপূর্ণ তা বলই বাহুল্য।

English summary
Lakhimpur Kheri magistrate got removed, in Uttar Pradesh 12 IAS officer got transferred.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X