For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রয়োজনে বাড়বে আন্দোলনের তেজ! আত্মসমর্পণে নারাজ বিকেইউ নেতা রাকেশ টিকাইত

প্রয়োজনে বাড়বে আন্দোলনের তেজ! আত্মসমর্পণে নারাজ বিকেইউ নেতা রাকেশ টিকাইত

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা কাণ্ডের রেশ ধরে ইতিমধ্যেই ৩৭ জন কৃষক নেতার বিরুদ্ধে দায়ের হয়েছে এফআইআর। এমনকী লুকআউট নোটিশও জারি করেছে দিল্লি পুলিশ। তালিকায় নাম রয়েছে ভারতীয় কিষাণ ইউনিয়নের (বিকেইউ) অন্যতম জনপ্রিয় নেতা রাকেশ টিকাইতের। এদিকে গ্রেফতারি পরোয়ানা জারির পরেও নিজেদের দাবিতে এখনও এককাট্টা রয়েছেন কৃষক নেতারা। এমনকী নতিস্বীকার করতে অস্বীকার করলেন রাকেশ টিকাইতও।

একাধিক অভিযোগে বিদ্ধ বিকেইউ-র এই অন্যতম প্রধান জনপ্রিয় নেতা

একাধিক অভিযোগে বিদ্ধ বিকেইউ-র এই অন্যতম প্রধান জনপ্রিয় নেতা

এদিকে প্রজাতন্ত্র দিবসের ট্রাক্টর মার্চে কৃষকদের হাতে লাঠি নিয়েও তুমুল শোরগোল হয় রাজনীতির আঙিনায়। অভিযোগ ওঠে রাকেশ টিকাইতের দিকে। তবে মূলত দলীয় পতাকা ধরার জন্যই তিনি কৃষকদের লাঠি আনার নির্দেশ দিয়েছেন বলে পুলিশকে জানিয়েছেন তিনি। এদিকে দেশজোড়া বিতর্কের মুখে পড়েও আত্মসমর্পণ করবেন না বলে এদিন ফের সাফ জানিয়ে দিলেন রাকেশ টিকাইত। প্রয়োজনে আরও গ্রামবাসীদের ডাকার হুঁশিয়ারিও দিলেন তিনি।

 আত্মসমর্পন নিয়ে কী বললেন রাকেশ টিকাইত ?

আত্মসমর্পন নিয়ে কী বললেন রাকেশ টিকাইত ?

বিকেইউ-র এই অন্যতম প্রধান জনপ্রিয় নেতার বক্তব্য, "আমি অপরাধী না, তাই আত্মসমর্পনের কোনও প্রশ্নই ওঠে না। আমরা শান্তিপূর্ণভাবে আদালতের হস্তক্ষেপে গ্রেফতারি চাই। আমাদের কাছে খবর আছে প্রতিবাদকারীরা ফিরে যাওয়ার সময় বিজেপি নেতাদের উষ্কানিতে কিছু হিংসার পরিকল্পনা চলছে। এ জাতীয় কোনও ঘটনা ঘটলে আমি এখানেই থাকব। প্রয়োজনে বুলেটের মুখোমুখি হতেও পিছুপা হব না।"

চাপ বাড়াচ্ছে যোগী সরকার

চাপ বাড়াচ্ছে যোগী সরকার

এদিকে এর আগে খবর পাওয়া যাচ্ছিল যে, গাজীপুর বর্ডার থেকে আত্মসমর্পন করতে পারেন রাকেশ টিকাইত। যদিও এই প্রসঙ্গে এদিন ফের মুখ খুলে টিকাইত বলেন, 'কৃষকদের আন্দোলন জারি রয়েছে। লাল কেল্লায় কারা হিংসা ছড়িয়েছে সেটির তদন্ত সুপ্রিম কোর্টের করবে।" লালকেল্লাকাণ্ডের পর কৃষকদের গাজীপুরের ধরনা এলাকা ফাঁকা করার নির্দেশ দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

 দিল্লি পুলিশের এফআইআরে কোন কোন কৃষক নেতার নাম ?

দিল্লি পুলিশের এফআইআরে কোন কোন কৃষক নেতার নাম ?

প্রসঙ্গত উল্লেখ্য, কৃষকদের ট্র্যাক্টর সমাবেশ নিয়ে দিল্লি পুলিশ যে নো অবজেকশন সার্টিফিকেট দিয়েছিল, তা লঙ্ঘনের অভিযোগেই মূলত কৃষক নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয় বলে জানা যায়। তালিকায় নাম রয়েছে রাকেশ টিকাইত, দর্শন পাল, রাজিন্দর সিং, বলবীর সিং রাজেওয়াল, বুটা সিং বুর্জগিল, যোগেন্দ্র যাদব, মেধা পাটেকর এবং যোগিন্দর সিং উগ্রাহা সহ মোট ৩৭ জন কৃষক নেতার নাম।

হিন্দি কান ধরে শেখাতে পারি, অবাঙালি ভোট ব্যাঙ্ক টার্গেট, বিজেপিকে জব্দ করতে পাল্টা চাল মমতারহিন্দি কান ধরে শেখাতে পারি, অবাঙালি ভোট ব্যাঙ্ক টার্গেট, বিজেপিকে জব্দ করতে পাল্টা চাল মমতার

English summary
If necessary, the speed of the movement will increase! BKU leader Rakesh Tikait Unwilling to surrender
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X