For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাম মন্দির ট্রাস্টের প্রধান করা হোক আদিত্যনাথকে, দাবি রাম জন্মভূমি ন্যাসের

রাম মন্দির ট্রাস্টের প্রধান করা হোক আদিত্যনাথকে, দাবি রাম জন্মভূমি ন্যাসের

Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রাম মন্দির ট্রাস্টের প্রধান করা হোক। যাতে তিনি অযোধ্যায় রাম মন্দিরের নির্মাণের ওপর নজরদারি করতে পারেন। দাবি জানালো রাম জন্মভূমি ন্যাস। ন্যাস জানিয়েছে যে, মুখ্যমন্ত্রী হিসাবে নয় বরং গোরক্ষা পীঠের মহন্ত হিসাবে তাঁকে ট্রাস্টের প্রধান করা হোক। শনিবারই সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায় ঘোষণা হয়েছে। যেখানে রাম মন্দিরের পক্ষেই রায় দিয়েছে শীর্ষ আদালত।

রাম মন্দির ট্রাস্টের প্রধান করা হোক আদিত্যনাথকে, দাবি রাম জন্মভূমি ন্যাসের


ন্যাসের প্রধান মহন্ত নৃত্য গোপাল দাস বলেন, '‌রাম জন্মভূমি ন্যাস চায় যোগী আদিত্যনাথকে ট্রাস্টের প্রধান করা হোক। গোরখপুরের মর্যাদাপূর্ণ গোরখনাথ মন্দির, যেটি গোরক্ষা পীঠের অন্তর্গত, রাম মন্দির আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। মহন্ত দিগ্বিজয় নাথ, মহন্ত অভিয়াদিত্যনাথ এবং এখন যোগী আদিত্যনাথ, এই তিনজনই মন্দির আন্দোলনের আসল ভিত ছিলেন।’‌ তিনি জানিয়েছেন যে প্রস্তাবিত ট্রাস্টে ন্যাসের ভূমিকা থাকবে তবে এর বেশি কিছু জানাননি তিনি। নৃত্য গোপাল বলেন, '‌ট্রাস্টের অন্য সদস্য হতে পারে চম্পত রাই (‌বিশ্ব হিন্দু পরিষদের ভাইস প্রেসিডেন্ট)‌ এবং ওম প্রকাশ সিংঙল (‌ভিএইচপি কোষাধক্ষ্য)‌।’‌

জানা গিয়েছে, ২০১৫ সালে ভিএইচপি নেতা অশোক সিংঘলের মৃত্যুর পর চম্পত রাই এই সংগঠনের কার্যকলাপ দেখাশোনা করেন। চম্পত রাই এবং ওম প্রকাশ সিংঘল দু’‌জনেই দিল্লির বাসিন্দা। মহন্ত নৃত্য গোপাল দাসের মনোনীত উত্তরাধিকারী মহন্ত কমল নয়ন দাস বলেন, '‌রাম মন্দির নির্মাণ হবে মহন্ত নৃত্য গোপাল দাসের তত্ত্বাবধানে।’‌ রবিবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের ডাকা বৈঠকে ন্যাসের প্রতিনিধি হয়ে গিয়েছিলেন মহন্ত কমল নয়ন দাস। সেখানে তিনি ছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন হিন্দু ও মুসলিম সংগঠনের ধর্মীয় নেতারা।

English summary
The prestigious Gorakhnath Temple in Gorakhpur, which belongs to the Goraksha Peetha, played an important role in the Ram temple movement
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X