For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতিবাদ, পরিবারবাদ থেকে মুক্তি! উত্তরপ্রদেশের জনতাকে ধন্যবাদ জানিয়ে আরও কী বললেন যোগী?

জাতিবাদ, পরিবারবাদ থেকে মুক্তি! উত্তরপ্রদেশের জনতাকে ধন্যবাদ জানিয়ে আরও কী বললেন যোগী?

  • |
Google Oneindia Bengali News

সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ফের একবার উত্তরপ্রদেশের ক্ষমতায় বিজেপি সরকার! কয়েক লাখ ভোটে জিতেছেন খোদ যোগী নিজে। এখনও পর্যন্ত ২৭০টিরও বেশি আসনে এগিয়ে রয়েছে সে রাজ্যে বিজেপি। বেশ কয়েকটি আসনে এখনও লড়াই চলছে। সংখ্যাটা আরও বাড়বে বলেই মত বিজেপি নেতা-কর্মীদের। তবে সংখ্যাতত্ত্বের হিসাবে নিশ্চিত হয়ে গিয়েছে যোগীর জয়। আর তা নিশ্চিত হতেই লখনউতে বিজেপির সদর দফতরে পৌঁছে যান যোগী আদিত্যনাথ।

শুধু পৌঁছে যাওয়া নয়, সেখানে পৌঁছে বিজেপি কর্মীদের উদ্দেশ্যে প্রথম বক্তব্য রাখেন তিনি। যোগী বলেন, মোদীজির নেতৃত্বে চার রাজ্যে বিজেপি সরকার তৈরি করতে যাচ্ছে। শুধু তাই নয়, পিএম মোদীর বিকাশ এবং সুশাসনকে সাধারণ মানুষ আবার আশির্বাদ করেছে বলেও মন্তব্য যোগীর। তাঁর মন্তব্যে উঠে আসে মোদীর প্রশংসার কথা।

ভোট দেওয়ার জন্যে ধন্যবাদ-

ভোট দেওয়ার জন্যে ধন্যবাদ-

যোগী আদিত্যনাথ পিএম মোদী, বিজেপি সভাপতি সহ সকল কেন্দ্রীয়মন্ত্রীদের ধন্যবাদ জানান বক্তব্যের শুরুতেই। বলেন, উত্তরপ্রদেশ সবথেকে বড় রাজ্য। আর সেই কারনে উত্তরপ্রদেশের উপর গোটা দেশ এবং বিশ্বের নজর ছিল। আজ ভারতীয় জনতা পার্টি এবং সহযোগী দল উত্তরপ্রদেশের সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে ফের ক্ষমতায় ফিরছে। আর তা প্রধানমন্ত্রীর নেতৃত্বের সম্ভব হয়েছে বলে দাবি যোগীর। আর এজন্যে সে রাজ্যের মানুষকে ধন্যবাদ জানাতে ভোলেননি তিনি। অন্যদিকে শান্তিপূর্ণ ভাবে ভোট করানোর জন্যে নির্বাচন কমিশনকে ধন্যবাদও জানিয়েছেন যোগী।

লোকের প্রত্যাশা পুরনে করতে হবে কাজ

লোকের প্রত্যাশা পুরনে করতে হবে কাজ

যোগী বলেন, সংখ্যাগরিষ্ঠ আসনে বিজেপির জয় রাষ্ট্রবাদ-বিকাশ এবং সুশাসনের মডেলকে উত্তরপ্রদেশের ২৫ কোটি জনতা আশির্বাদ করেছেন। 'সবকা সাথ্, সবকা বিকাশ, সবকা বিকাশ এবং সবকা প্রয়াস', এই মন্ত্রে উত্তরপ্রদেশে কাজ চালিয়ে যাব বলেও মন্তব্য যোগীর। বিজেপির ডবল ইঞ্জিন সরকার গত পাঁচ বছরে লাগাতার উত্তরপ্রদেশের মধ্যে সুরক্ষা ব্যবস্থাকে মজবুত করেছে। আস্থা সম্মান দেওয়ার উপরে কাজ করেছে।

বিরোধীদের আক্রমণ যোগীর

বিরোধীদের আক্রমণ যোগীর

জয়ের পর প্রথমে বক্তব্যেই বিরোধীদের আক্রমণ শানালেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, রাজ্যে যখন করোনা সহ একাধিক ইস্যু চলছে। তখন বিরোধীরা লাগাতার রাজনীতি করে গিয়েছে। যা মানুষ দেখেছে বলেও দাবি যোগীর। তাঁর দাবি, এই রাজনীতির পরিণাম জনতা জাতিবাদ, পরিবারবাদ থেকে মুক্তি দিয়ে বিজেপিকে জয় এনে দিয়েছে। এদিন যোগী বিজেপি অফিস আসতেই তাঁকে গেরুয়া আবিরে রাঙ্গিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, কয়েক হাজার ককর্মী এদিন যোগীকে দেখতে দূর দূরান্ত থেকে বিজেপি অফিসে আসেন।

English summary
Yogi Adityanath thanks people of Uttar Pradesh after big win in state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X