For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেজরিওয়ালের পর 'হনুমান চালিশা'' পাঠ করবেন কট্টরপন্থী এই নেতা, তোপ যোগী আদিত্যনাথের

সাম্প্রতিক সময়ে বিতর্ক মন্তব্য বলতেই যোগী আদিত্যনাথের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। মঙ্গলবার তিনি আরও এক বিতর্ক তৈরি করলেন।

  • |
Google Oneindia Bengali News

সাম্প্রতিক সময়ে বিতর্ক মন্তব্য বলতেই যোগী আদিত্যনাথের দিকে আঙুল তুলছেন বিরোধীরা। মঙ্গলবার তিনি আরও এক বিতর্ক তৈরি করলেন। প্রসঙ্গত বিজেপির মোকাবিলায় ইতিমধ্যেই হনুমান চল্লিশা পাঠ করেছে দিল্লির মুখ্যমন্ত্রী। এসম্পর্কে যোগী আদিত্যনাথ বলেন, এরপর হনুমান চল্লিশা পাঠ করবেন এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি।

কেজরিওয়ালের পর হনুমান চালিশা পাঠ করবেন ওয়াইসি

এদিন যোদী আদিত্যনাথ বলেন, এখনও পর্যন্ত কেবল অরবিন্দ কেজরিওয়াল হনুমান চল্লিশা পাছ করেছেন। অপেক্ষা করুন পরবর্তী কোন ঘটনা ঘটে। একদিন আসবে, যেদিন ওয়াইসিও হনুমান চালিশা পাঠ করবেন। দিল্লির কিরারিতে বলেছেন যোগী। তিনি কটাক্ষ করে বলেন, দিল্লিতে শাহিনবাগে সিএএ-এর বিক্ষোভকারীদের বিরিয়ানি খাইয়ে এইসব নেতারাই হনুমান চালিশা পাঠ করছেন।

একই কথা বলেছিলেন অপর বিজেপি নেতা কপিল মিশ্রা

যোগী আদিত্যনাথের আগে একই কথা বলেছিলেন দিল্লির অপর বিজেপি নেতা কপিল মিশ্রা।

'পাকিস্তানের সঙ্গে পার্টনারশিপ কেজরিওয়ালের'

'পাকিস্তানের সঙ্গে পার্টনারশিপ কেজরিওয়ালের'

যোগী আদিত্যনাথ দিল্লির প্রচারে গিয়ে বলেছিলেন কেজরিওয়ালের সঙ্গে পাকিস্তানের পার্টনারশিপ রয়েছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, কেজরিওয়াল সংবিধানের ৩৭০ ধারা নিয়ে প্রতিবাদ করেছিলেন। একই কথা শোনা গিয়েছিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের গলায়। তিনি দিল্লির জনগণকে বলেন, আপকে ভোট দিলে পাকিস্তান খুশি হবে।

লোকসভা নির্বাচনে যোগীর প্রচারে ছিল নিষেধাজ্ঞা

লোকসভা নির্বাচনে যোগীর প্রচারে ছিল নিষেধাজ্ঞা

শুধু দিল্লির নির্বাচনেই নয়, যোগী আদিত্যনাথ বিতর্কিত মন্তব্য করেছিলেন ২০১৯-এর লোকসভা নির্বাচনেও। সেই সময় তাঁর আলি বজরং বলি মন্তব্যের জন্য নির্বাচন কমিশনের তরফ থেকে যোগীর প্রচারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। অন্যদিকে সাম্প্রতিক সময়ে কপিল মিশ্রার নির্বাচনী প্রচারের ওপর ৪৮ ঘন্টার জন্য নিষেধাজ্ঞা জারি করেছিল কমিশন।

English summary
Yogi Adityanath says AIMIM chief Owaisi would be next to recite Hanuman Chalisa after Kejriwal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X