For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাবাকে হারিয়েও করোনা যুদ্ধে অনড়! কর্তব্য পালন করতে শেষকৃত্যে যাবেন না যোগী

Google Oneindia Bengali News

করোনা সংকটে গোটা দেশ এখন জর্জরিত। এই একই পরিস্থিতি উত্তরপ্রদেশেও। তার উপর পরিয়ায়ী শ্রমিকদের নিয়ে বিহারের সঙ্গে চলছে একটু মন কষাকষি। সব মিলিয়ে খুবই ব্যস্ত রয়েছেন যোগী আদিত্যনাথ। এই ব্যস্ততার মধ্যেই চরম দুঃসংবাদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পেলেন যোগী আদিত্যনাথ।

বৈঠক চলাকালীন বাবার মৃত্যু সংবাদ পান যোগী

বৈঠক চলাকালীন বাবার মৃত্যু সংবাদ পান যোগী

রাজ্যের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এদিন সকালে আমলাদের নিয়ে বৈঠকে বসেছিলেন যোগী। বৈঠক চলাকালীনই তাঁর কাছে বাবার মৃত্যু সংবাদর খবরটা এসে পড়ে। আজ সকাল ১০টা ৪৪ মিনিটে যোগীর বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তবে সেই অবস্থাতেই চোখের জল মুছে বৈঠক চালিয়ে যান যোগী।

কী বললেন যোগী?

কী বললেন যোগী?

বাবার মৃত্যুতে দুঃখপ্রকাশ করে যোগী বলেন, 'তিনি আমার মধ্যে সৎ, কঠোর পরিশ্রম ও জনকল্যাণে কাজ করার অভ্যাস গড়ে তুলেছিলেন।'এই বিষয়ে উত্তরপ্রদেশের অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব অবনীশ আওয়াস্তি এক বিবৃতিতে জানিয়েছেন, 'মাননীয় মুখ্যমন্ত্রীর বাবা ১০.৪৪-এ পরলোকের উদ্দেশে যাত্রা শুরু করেছেন। আমাদের গভীরতম সমবেদনা।'

বেশ কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন যোগীর বাবা

বেশ কয়েকদিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন যোগীর বাবা

যোগী আদিত্যনাথের পিতা ৮৯ বছর বয়সী আনন্দ সিং বিস্ত বেশ কয়েকদিন দিন ধরেই কিডনি এবং লিভারের সমস্যা নিয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। মৃত্যুর শেষ কয়েকদিন তাঁকে ভেন্টিলেটরে রাখা হয় শারীরিক অবস্থার অবনতি হওয়ার জন্য। অবশেষে আজ সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি।

বাবার শেষকৃত্যে যাবেন না যোগী

বাবার শেষকৃত্যে যাবেন না যোগী

এদিকে করোনা পরিস্থিতি সামাল দিতে দেশজুড়ে চলছে লকডাউন এরম পরিস্থিতিতে আইন ভেঙে কোনও ভাবেই বাবার শেষকৃত্যে যোগ দিতে যাবেন না বলে জানিয়ে দেন যোগী। তাঁর প্রশাসনের তরফে দাবি করা হয়েছে, এখন এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করার উপরই বেশি জোর দিতে চাইছেন যোগী।

করোনায় জর্জরিত দেশ

করোনায় জর্জরিত দেশ

এদিকে সোমবার সকালে প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘণ্টায় দেশে আরও ১৫৫৩ জন আক্রান্ত হয়েছেন। এর জেরে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৭,২৬৫। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে আরও ৩৬ জনের। এর ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫৪৩। এর মধ্এ উত্তরপ্রদেশেও আক্রান্ত ১১০০-র উপর। মারা গিয়েছেন ১৭ জন।

English summary
yogi adityanath said that he wont attend his father's funeral amid covid 19 lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X