For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের বিতর্কে যোগী আদিত্যনাথ, কবিরের মাজারে ফেরালেন খাদেমের উপহার, দেখুন ভিডিও

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর কাছে কবিরের মাজারে এসে ফেজ টুপি পরতে অস্বীকার করেন।

Google Oneindia Bengali News

আবার বিতর্কে জড়ালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বৃহস্পতিবার মঘরে কবিরের মাজারে এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় তারই আয়োজনের তদারকি করতে মাজারে এসেছিলেন যোগী আদিত্যনাথ। সেসময়ে মাজারের রীতি মেনে তাঁকে টুপি দিতে গেলে তিনি প্রত্যাখ্যান করেন। এনিয়ে তাঁকে বিধতে ছাড়ছেন না বিরোধী নেতারা।

ফের বিতর্কে যোগী আদিত্যনাথ

বুধবার সন্ধ্যায় আদিত্য়নাথ এলে, মাজারের দেখভালকারী খাদেম হুসেন তাঁর হাতে একটি পশমী টুপি দিতে যান। খাদেম জানান, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হাস্যমুখেই টুপিটি নিতে অস্বীকার করে বলেন, তাঁর পরিদর্শন হয়ে গেছে। তাই আর এসব লাগবে না।

কিন্তু তারপরও খাদেম তাঁকে বলেন অন্তত তিনি টুপিটা যেন গ্রহণ করেন। খাদেমের এই অনুরোধ ফেরাননি যোগী। তিনি টুপিটা হাতে নিয়ে খাদেমের সঙ্গে ছবিও তোলেন।

এভাবে যোগী সমাজকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চাইছেন বলে তাঁর সমালোচনায় মুখর হয়েছে বিরোধীরা। সপা নেতা সুনীল সজ্জন বলেছেন, 'যোগী আদিত্যনাথের মতো লোকের কবিরধামে যাওয়াই উচিত নয়। তাঁরা কবিরের দর্শন বোঝেনই না।' কংগ্রেস নেতা প্রমোদ তিওয়ারির মতে 'খাদেমের উপহার ফিরিয়ে দিয়ে উনি খাদেমকে অপমান করেছেন। মুখ্যমন্ত্রীর সবাইকে নিয়ে একসঙ্গে চলা উচিত।'

তবে যোগীকে বাঁচাতে এগিয়ে এসেছেন তাঁর মন্ত্রী সভার একমাত্র মুসলিম সদস্য মহসিন রাজা। তিনি ঘটনায় খাদেমেরই দোষ দেখছেন। তাঁর মতে যোগীর ভাবমূর্তিকে কলুষিত করার জন্যই খাদেম যোগীকে টুপি দিতে চেয়েছেন। তবে ঘটনেয় অনেকেরই মনে পড়ে গিয়েছে ২০১১ সালে নরেন্দ্র মোদীকেও সম্প্রীতির জন্য উপবাসের আসরে এক মুসলিম ইমাম টুপি দিতে চেয়েছিলেন। সেদিন মোদীও তা ফিরিয়ে দিয়েছিলেন।

English summary
Uttar Pradesh chief minister Yogi Adityanath refused to wear a cap offered to him at the mausoleum of Sant Kabir Das.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X