For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অখিলেশকে কেন আটকানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই জানালেন সে কথা

অখিলেশের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের যাওয়া নিয়ে আগে থেকেই প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

  • |
Google Oneindia Bengali News

অখিলেশের এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের যাওয়া নিয়ে আগে থেকেই প্রশাসনের কাছে অভিযোগ জানিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অখিলেশ যাদব বিশ্ববিদ্যালয়ের গেলে ছাত্র সংসদ নির্বাচনে উত্তেজনা তৈরি হবে। হিংসা তৈরি হওয়ার আশঙ্কাও করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের ভাঙচুরের আশঙ্কাও তৈরি হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের আবেদনেই প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অখিলেশকে কেন আটকানো হয়েছে, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজেই জানালেন সে কথা

অখিলেশ যাদব এবং তাঁর দল বিধ্বংসী রাজনীতির জন্য বিখ্যাত বলেও কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

উল্লেখঅয, প্রয়াগরাজে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নের শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন অখিলেশ। আর তার আগেই লখনউতে সপা নেতাকে আটকে দেওয়া হয়। এদিকে এলাহাবাদ বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয় যে , গতকালই অখিলেশ যাদবের ব্য়ক্তিগত সচিবকে জানিয়ে দেওয়া হয় বিশ্ববিদ্যালয় চত্বরে শপথগ্রহণের দিন কোনও রাজনৈতিক নেতা যেন না আসেন। পাশাপাশি অখিলেশকেও আসতে বারণ করা হয়।

লখনউ থেকে ২০১ কিলোমিটার দূরে প্রয়াগরাজে যাওয়ার সময় সমাজবাদী নেতা অখিলেশকে লখনউ বিমানবন্দরে আটক করে পুলিশ। পরে যদিও তাঁকে আটক কের ছেড়ে দেওয়া হয়। মূলত, তাঁকে প্রয়াগরাজে যাওয়া থেকে বিরত করা হয়েছে। অখিলেশের দাবি , তাঁকে ভয় পেয়েছে যোগী প্রশাসন।

English summary
Yogi Adityanath reaxed on Akhilesh Yadav alleged detainment in Lucknow
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X