অযোধ্যার মন্দির ট্রাস্টে যোগী আদিত্যনাথকে রাখার অনুরোধ বিশ্ব হিন্দু পরিষদের
অযোধ্যায় রাম মন্দির তৈরির জন্য কেন্দ্রকে ট্রাস্ট তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সেই ট্রাস্টে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রাখার অনুরোধ জানাল বিশ্ব হিন্দু পরিষদ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে এই অনুরোধ জানিয়েছেন ভিএইচপি নেতারা।

মন্দির ট্রাস্টে থাকবে কারা
ট্রাস্ট গড়ে অযোধ্যায় মন্দির তৈরির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কেন্দ্রীয় সরকারকে সেই ট্রাস্ট তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে। এরই মধ্যে ট্রাস্টে কারা থাকবেন এই নিয়ে শুরু হয়ে গিয়েছে টানাপোড়েন। বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে রাখা হোক এই ট্রাস্টে। তাতে রামজন্মভূমি ন্যাস এবং নীলমণি আখাড়ার সদস্যরাও থাকবেন। এবার যোগীকে রাখার দাবি জানিয়ে অমিত শাহকে চিঠিও দিয়েছে বিশ্ব হিন্দু পরিষদ।

মন্দিরের নকশা তৈরি হয়ে গিয়েছে
মামলার টানাপোড়েন মাঝেই তৈরি হয়ে গিয়েছিল অযোধ্যার রাম মন্দির তৈরির নকশা। রাম জন্মভূমি ন্যাসের সেই নকশা তৈরি করে। সেই মতোই তৈরি হবে মন্দির নকশায় বলা হয়েছে মন্দিরের উচ্চতা হবে ১২৮ ফুট, প্রস্থ হবে ১৪০ ফুট এবং দৈর্ঘ্য হবে ২৬৪ ফুট। মোট ২১২টি স্তম্ভ থাকবে সেই মন্দিরে। স্থপতি অনু ভাই সমপুরা সেই নকশা তৈরি করেছিলেন। মন্দিরের নকশা বোঝানোর জন্য ওয়ার্কশপ করবেন তিনি। মন্দিরের একটি কাঠের মডেল গত দুই দশক ধরে সেখানে রাখা রয়েছে।

সোমনাথ ট্রাস্টের আদলেই হোক রাম মন্দির ট্রাস্ট
বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে সোমনাথ ট্রাস্টের আদলেই তৈরি করা হোক রাম মন্দির ট্রাস্ট। যদিও আইন মন্ত্রক এবং অ্যাটর্নি জেনারেলই ঠিক করবেন ট্রাস্ট কীভাবে গঠন করা হবে। এবং মন্দিরের গঠনে কী কী আধুনিকিকরণ করা হবে। যদিও ইতিমধ্যেই ৬৫ শতাংশ কাজ হয়ে গিেয়ছে। পাথরের উপর খোদাই করে একাধিক স্তম্ভের নির্মাণ হয়ে গিয়েছে। সেগুলি পড়ে রয়েছে মন্দির চত্ত্বরেই। এমনও হতে পারে ট্রাস্ট তৈরির পর নতুন করে রাম মন্দিরের নকশা চাওয়া হতে পারে। কিন্তু সবটাই নির্ভর করছে ট্রাস্টের উপর। সেকারণে ট্রাস্ট গঠনের উপরেই বেশি জোর দিচ্ছে বিশ্ব হিন্দু পরিষদ।
অযোধ্যা রায় মানলে, সবরিমালার সুপ্রিম রায় মানতে আপত্তি কেন, বিজেপিকে সওয়াল