For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেকায়দায় যোগী, করোনা মোকাবিলায় গাফিলতির অভিযোগে সরব খোদ বিজেপির সাংসদ-মন্ত্রীরা

বেকায়দায় যোগী, করোনা মোকাবিলায় গাফিলতির অভিযোগে সরব খোদ বিজেপির সাংসদ-মন্ত্রীরা

  • |
Google Oneindia Bengali News

রাজ্যের ভাবমূর্তি ধরে রাখতে ইতিমধ্যেই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরুদ্ধে করোনা তথ্য গোপনের অভিযোগে সরব হয়েছেন বিরোধী দলনেতা অখিলেশ যাদব। এদিকে রাজ্যজোড়া বিতর্কের মুখে দাঁড়িয়েও রাজ্যে অক্সিজেনের পাশাপাশি বেডের কোনও ঘাটতি নেই বলে গতকাল জোরালো দাবি করেন যোগী আদিত্যনাথ। এমতাবস্থায় এবার তাঁর মন্তব্যের কার্যত বিরোধিতা করতে দেখা গেল তাঁরই দলীয় সতীর্থদেরও।

যোগীর কাছে অভিযোগ নিজ দলের সতীর্থদেরই

যোগীর কাছে অভিযোগ নিজ দলের সতীর্থদেরই

সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের একাধিক বিজেপির সাংসদ থেকে শুরু করে রাজ্যের এক মন্ত্রী যোগীকে চিঠি লিখে অভিযোগও জানিয়েছেন যোগীকে। যা নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে বিস্তর চাপৌনতর। সূত্রের খবর, ইতিমধ্যেই উত্তরপ্রদেশের শ্রমিক উন্নয়ন কাউন্সিলের সভাপতি ও রাজ্যের মন্ত্রী সুনীল ভারালা ও লখনউয়ের মোহনলালগঞ্জ কেন্দ্রের সাংসদ কৌশল কিশোর চিঠি লিখেছেন যোগী আদিত্যনাথকে।

 সমস্যা দানা বেঁধেছে মেরঠ, লখনউ-সহ রাজ্যের বহু জায়গাতেই

সমস্যা দানা বেঁধেছে মেরঠ, লখনউ-সহ রাজ্যের বহু জায়গাতেই

সমস্যা দানা বেঁধেছে মেরঠ, লখনউ-সহ রাজ্যের বহু জায়গাতেই। এদিকে সুনীল বারালার অভিযোগ, অক্সিজেন কিংবা জীবনদায়ী ওষুধের অপ্রতুলতায় প্রবল সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। যোগী যেন ব্যক্তিগত ভাবে এই সব বিষয়ে হস্তক্ষেপ করেন। অন্যদিকে কৌশল কিশোরের অভিযোগ আরও গুরুতর। তাঁর অভিযোগ আতঙ্কের আবহে কেজিএমইউ ও বলরামপুর হাসপাতালে বহু বেডই খালি পড়ে আছে। অথচ হাসাপাতাল কর্তৃপক্ষের অনেকেই ছুটিতে চলে গিয়েছেন।

 বেকায়দায় যোগী

বেকায়দায় যোগী

এদিকে খোদ নিজ দলের সতীর্থদের থেকে এই ধরণের গুচ্ছ গুচ্ছ অভিযোগ পেয়ে কার্যত বেকায়দায় যোগী আদিত্যনাথ। বিরোধীদের অভিযোগ এই ঘটনাই প্রমাণ করে দেয় করোনা নিয়ে আদপে কতটা মিথ্যাচার করছেন যোগী। সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের অভিযোগ বিজেপি সরকারের অযোগ্যতায় উত্তরপ্রদেশ এখন 'করোনা প্রদেশ'। এমনকী উত্তরপ্রদেশে করোনায় মৃতদের আসল পরিসংখ্যানও যোগী সরকার গোপন করছে বলে দাবি করেন তিনি।

বেড-অক্সিজেনের অভাবে ধুঁকছে দিল্লির হাসপাতাল, কোভিড রোগীরা চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছে পাঞ্জাবেবেড-অক্সিজেনের অভাবে ধুঁকছে দিল্লির হাসপাতাল, কোভিড রোগীরা চিকিৎসার জন্য পাড়ি দিচ্ছে পাঞ্জাবে

একনজরে উত্তরপ্রদেশের করোনা চিত্র

একনজরে উত্তরপ্রদেশের করোনা চিত্র

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় উত্তরপ্রদেশে করোনার কবলে পড়েছেন প্রায় সাড়ে ৩৩ হাজার মানুষ। গত প্রায় এক সপ্তাহ ধরেই গোটা রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ৩০ হাজার পার করে ফেলছে। মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১১ লক্ষ ২০ হাজারের গণ্ডি। অন্যদিকে এখনও পর্যন্ত মারা গিয়েছেন ১১ হাজার ৪০০ জনেরও বেশি। এদিকে করোনায় সর্বাধিক বিপর্যস্ত শহরের তালিকায় উত্তরপ্রদেশে শীর্ষস্থানে রয়েছে লখনৌ।

English summary
BJP MPs and ministers themselves have raised allegations of negligence in dealing with Corona in UP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X